ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ইনজুরি কাটিয়ে ফিরছেন মিরাজ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২০
ইনজুরি কাটিয়ে ফিরছেন মিরাজ মেহেদী হাসান মিরাজ

আঙুলে চোট পাওয়ায় বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) প্রথম রাউন্ডে খেলতে পারেননি স্পিন বোলিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। বঙ্গবন্ধু বিপিএল শেষে ইনজুরিতে পড়েছিলেন এই ডানহাতি স্পিনার। তবে ইনজুরি থেকে প্রায় সেরে উঠেছেন। বিসিএলের দ্বিতীয় রাউন্ড শেষে তৃতীয় রাউন্ডে মাঠে ফিরবেন তিনি।

বুধবার (০৫ ফেব্রুয়ারি) মিরপুরে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন মিরাজ। তিনি বলেন, 'আল্লাহর অশেষ রহমতে এখন ভালো আছি।

বোলিং শুরু করেছি। হয়তো বিসিএলের পরের ম্যাচ খেলতে পারবো না। পুরোপুরি ফিট হয়ে এক সপ্তাহের মধ্যে ফিরতে পারব, ইনশাআল্লাহ। '

তবে এখনো ঠিক মতো পুরোপুরি বল করতে পারছেন না মিরাজ। বললেন, বোলিংয়ে হালকা একটু সময় লাগছে। আমি ফিজিওর সঙ্গে কথা বলেছি, কোচের সঙ্গেও কথা হয়েছে। তারা বলছে আমি যেন পুরোপুরি ফিট হয়ে ভালোভাবে কামব্যাক করতে পারি। তাহলে এটা আমার জন্যেও ভালো হবে। আমার কাছে মনে হয় যে পুরোপুরি ফিট হয়ে খেলাটাই গুরুত্বপূর্ণ। আর অবশ্যই কাজ করছি ফিটনেস, ব্যাটিং নিয়ে। '

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০২০
আরএআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।