ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মুজিববর্ষ উপলক্ষে ফেনীতে বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্ট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২০
মুজিববর্ষ উপলক্ষে ফেনীতে বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্ট

ফেনী: ফেনীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্ট শুরু হয়েছে। 

রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে ফেনী সদর উপজেলা বালিগাঁওতে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার মো. সাইফ উদ্দিন। রাইজিং সান এ টুর্নামেন্টের আয়োজন করে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান। বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার, যুগ্ম সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল, ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন মজুমদার, জেলা ফুটবল ফেডারেশনের সভাপতি মামুনুর রশিদ মিলন, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ডালিম। সভাপতিত্ব করেন আয়োজক কমিটির আহ্বায়ক জিয়া উদ্দিন বাবলু।

এ সময় খেলোয়াড়, ক্রীড়ামোদী ও এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন উপস্থিত ছিলেন।

আয়োজকরা বলেন, মুজিববর্ষ উপলক্ষে শিক্ষার্থী ও তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে দূরে রাখতে খেলাধুলার আয়োজন করা হয়েছে। এ ধরনের খেলাধুলার চর্চা অব্যাহত থাকলে প্রত্যন্ত অঞ্চলে আরো বেশি বেশি খেলোয়াড় তৈরি হবে।

নকআউট পদ্ধতির এ টুর্নামেন্টে ৩২টি ক্রিকেট দল অংশগ্রহণ করেছে।

বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২০
এসএইচডি/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।