ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সেঞ্চুরি করে কথা রাখলেন মুমিনুল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২০
সেঞ্চুরি করে কথা রাখলেন মুমিনুল

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট শুরুর আগের দিন, গত শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলনে মুমিনুল বলেছিলেন ‘কথা দিচ্ছি আমাদের টিমের কেউ সেঞ্চুরি, ডাবল সেঞ্চুরি কিংবা ট্রিপল সেঞ্চুরি করবে। কথা দিলাম কেউ একজন বড় ইনিংস খেলবে, ইনশাল্লাহ।’ তখনই বোঝা যায়, কতটা আত্মবিশ্বাসী হয়ে তিনি কথাটা বলেছিলেন।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) কথা রাখলেন মুমিনুল। টেস্টের তৃতীয় দিনে টেস্ট ক্যারিয়ারের নবম সেঞ্চুরি তুলে নেন টেস্টে অধিনায়ক।

প্রায় ১ বছর ৩ মাস পর দেখা পেলেন সেঞ্চুরি। ২০১৮ সালের ২২ নভেম্বর চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১২০ রানের ইনিংস খেলেছিলেন তিনি। তবে এই সেঞ্চুরিটির অলাদা একটি গুরুত্ব রয়েছে। অধিনায়ক হিসেবে প্রথম সেঞ্চুরি করেছেন তিনি।

৯৬ রানে ব্যাট করছিলেন মুমিনুল। ৮২.৩ ওভারে তিরিপানোকে ৪ চার মেরে সেঞ্চুরি উদযাপন করেন তিনি। তার ১৬১ বলে ১০৩ রানের ইনিংসটি সাজানো হয়েছে ১২ চারে।

দেশের হয়ে টেস্টে সর্বোচ্চ ৯টি সেঞ্চুরি করেছেন মুমিনুল। তবে সবকটি সেঞ্চুরি দেশের মাটিতে। ছয়টি সেঞ্চুরি করেছেন চট্টগ্রামে বাকি তিনটি সেঞ্চুরি ঢাকায়।

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২০
আরএআর/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।