ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিশ্বকাপ ফাইনালে ভারতকে ১৮৫ রানের লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৮ ঘণ্টা, মার্চ ৮, ২০২০
বিশ্বকাপ ফাইনালে ভারতকে ১৮৫ রানের লক্ষ্য দিল অস্ট্রেলিয়া শট খেলার পথে অ্যালিসা: ছবি-সংগৃহীত

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারতের বিপক্ষে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮৪ রান করেছে অস্ট্রেলিয়া। 

রোববার (০৮ মার্চ) মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অজিরা। সিদ্ধান্তটি যে সঠিক ছিল তা প্রমাণ করতে বেশিক্ষণ সময় নেয়নি অস্ট্রেলিয়ার নারীরা।

 

ব্যাটিংয়ে নেমে শুরুতে ঝড় তুলেন অ্যালিসা হিলি ও বেথ মোনি। দুই ওপেনার মিলে স্কোরবোর্ডে জমা করেন ১১৫ রান। তাদের এই ভয়ঙ্কর জুটি ভাঙে ইনিংসের ১১.৪ ওভারে। ৩৯ বলে ৭ চার ও ৫ ছক্কায় ৭৫ রান করে রাধা যাদবের বলে আউট হন অ্যালিসা।  

সতীর্থকে হারালেও অজিদের রানের গতি সচল রাখেন মোনি। ইনিংসের শেষ পযর্ন্ত ব্যাট করে দলকে লড়াকু সংগ্রহ এনে দেন তিনি। তার ৫৪ বলে অপরাজিত ৭৮ রানের ইনিংসটি সাজানো ছিল ১০ চারে।  

এছাড়া অধিনায়ক মেগ ল্যানিং ১৬, অ্যাশলে গার্ডনার ২ ও র‌্যাচেল হেইন্স ৪ রান যোগ করেন অজিদের স্কোরবোর্ডে। নিকোলা ক্যারি অপরাজিত ছিলেন ব্যক্তিগত ৫ রানে।  

ভারতের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নিয়েছেন দীপ্তি শর্মা।  

এবারই প্রথম নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলছে ভারত। অন্যদিকে সর্বোচ্চ চারবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।  

বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, মার্চ ০৮, ২০২০
ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।