ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শোয়েব আখতারের গতির বিশ্ব রেকর্ড মেনে নেয়নি আইসিসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২০
শোয়েব আখতারের গতির বিশ্ব রেকর্ড মেনে নেয়নি আইসিসি

ঘটনাটি ২০০২ সালের আজকের দিনে (২৭ এপ্রিল), শোয়েব আখতার তার ক্যারিয়ারে প্রথমবারের মতো ঘণ্টায় ১০০ মাইল বেগে বল ছুড়েছিলেন। লাহোরে প্রতিপক্ষ নিউজিল্যান্ডের বিপক্ষে এই বিশ্ব রেকর্ডটি গড়েন পাকিস্তান পেসার। কিন্তু তার এই রেকর্ডটি আনঅফিসিয়াল থেকে যায়!

ক্রেইগ ম্যাকমিলানকে করা বলটির গতি ছিল ঘণ্টায় ১০০.০৪ মাইল বেগের। যা কিলোমিটার হিসেবে দাঁড়ায় ১৬১।

তবে সে ম্যাচে গতি মাপার যন্ত্র মান অনুযায়ী না থাকায় ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি রেকর্ডটি মূল্যায়ন করতে অস্বীকৃত জানায়।

ফলে অস্ট্রেলিয়ান সাবেক পেসার জেফ থমসনের গতির রেকর্ডটিই বহাল থাকে। তিনি ১৯৭৫ সালে ৯৯.৮ মাইল বেগে বল করে রেকর্ড গড়েছিলেন।

এদিকে স্বীকৃতি না পেয়ে মন খারাপ করার মানুষ নন শোয়েব আখতার। তিনি তা এক বছর পরই প্রমাণ করে দেন। ২০০৩ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপকেই মঞ্চ বানান। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে গতির ঝড় তুলে বল করেন ১০০.২ মাইল বেগে। কিলোমিটারের হিসেবে ১৬১.৩। যা এখন পর্যন্ত সর্বোচ্চ গতির বলের বিশ্ব রেকর্ড হয়ে আছে।

বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।