ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ফিক্সিংয়ের অভিযোগে ৬ বছরের জন্য নিষিদ্ধ আফগান উইকেটরক্ষক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৫ ঘণ্টা, মে ১০, ২০২০
ফিক্সিংয়ের অভিযোগে ৬ বছরের জন্য নিষিদ্ধ আফগান উইকেটরক্ষক শফিকুল্লাহ শফিক

বোর্ডের দুর্নীতি বিরোধী নিয়ম ভঙ্গ করার দায়ে সব ধরনের ক্রিকেট থেকে ৬ বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন আফগান ক্রিকেটার শফিকুল্লাহ শফিক। মূলত দু’টি ফ্র্যাঞ্জাইজি লিগে ফিক্সিংয়ের অভিযোগে এ গুরুতর শাস্তি পেলেন ৩০ বছর বয়সী উইকেটরক্ষক-ব্যাটসম্যান। 

২০১৮ সালে আফগানিস্তান প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টির (এপিএল টি-টোয়েন্টি) প্রথম সংস্করণ এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০১৯ সংস্করণে শফিক ফিক্সিংয়ে জড়িত ছিলেন বলে অফিযোগ ওঠে।  

অ্যান্টি-করাপশন ট্রাইবুনাল তার বিরুদ্ধে চারটি অভিযোগ আনে।

সব অভিযোগ স্বীকার করেছেন শফিক। আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) তার স্বীকারোক্তির ভিত্তিতে ছয় বছরের নিষেধাজ্ঞা দেয়।  
 
শফিকের নিষেধাজ্ঞার বিষয়ে এসিবি’র সিনিয়র অ্যান্টি করাপশন ম্যানেজার সাঈদ আনোয়ার শাহ কোরায়শী বলেন, ‘এটা সেসব খেলোয়াড়দের জন্য সতর্কবার্তা ,যারা মনে করে এসিবি’র এসিইউ (অ্যান্টি করাপশন ইউনিট) তাদের অবৈধ কার্যক্রম প্রকাশ করবে না। যা উপলব্ধি করছেন তারচেয়ে আরও বেশি সবকিছু আমাদের নজরদারিতে আছে। ’ 

আফগানিস্তান জাতীয় দলের নিয়মিত মুখ শফিক আন্তর্জাতিক অঙ্গনে ১৬টি ওয়ানডে ও ৩০ টি-টোয়েন্টি খেলেছেন।

বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, মে ১০, ২০২০
ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।