১৯৯৯ সালের ৩১ মে এসেছিল সেই জয়টি। অর্থাৎ আজ সেই জয়ের ২১ বছর পূর্ণ হলো।
কাউন্টি গ্রাউন্ডে সেই ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে নেমেছিল আমিনুল ইসলামের দল। উদ্বোধনী জুটিতে ভালো শুরু এনে দিয়েছিলেন শাহরিয়ার হোসেন ও মেহরাব হোসেন অপি। পরে পাকিস্তানের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে আকরাম খান ও শাহরিয়ারের দায়িত্বশীল ব্যাটিংয়ে ৯ উইকেটে ২২২ রান করে বাংলাদেশ। আকরাম ৪২ ও শাহরিয়ার ৩৯ রান করেন।
২২৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৪২ রানে ৫ উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে যায় পাকিস্তান। খালেদ মাহমুদ সুজন তিন উইকেট নিয়ে পাকিস্তানের শক্তিশালী ব্যাটিং লাইন-আপে ধ্বস নামান। চাপে পড়া পাকিস্তান আর ঘুরে দাঁড়াতে পারেনি। । টাইগারদের দুর্দান্ত বোলিংয়ে ১৬১ রানের অলআউট যায় সেই আসরের রানার্সআপ দলটি। বাংলাদেশ তুলে নেই তাদের ওয়ানডে ইতিহাসের অন্যতম সেরা একটি জয়। ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছিল খালেদ মাহমুদ।
সেই একটি জয়ই বদলে দেয় বাংলাদেশকে। এরপর আর টাইগারদের পেছনে ফিরে তাকাতে হয়নি। ইতিহাস তো সেই কথাই বলে।
বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, মে ৩১, ২০২০
আরএআর/ইউবি