রোববার (০৭ জুন) বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছে তামিম নিজেই।
চট্টগ্রামের ছেলে হিসেবে তিনি এগিয়ে এসেছেন অসহায় কোচদের পাশে।
তামিম বলেন, ‘আসলে ওখান থেকে আমার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল, ওখানকার অবস্থা ভালো না এটা নিয়েই। আমি তো চট্টগ্রামের ছেলে, চট্টগ্রামের প্রতি আমার দায়িত্ব রয়েছে। এই ৫০ জনের মধ্যে এরকম অনেকেই আছে যার ক্যাম্পে কোনো না কোনো সময় ব্যাটিং করেছি, কোনো না কোনো সময় প্র্যাকটিস করেছি। এ কারণে সহযোগিতা করা। আমার তরফ থেকে যতটুকু সাহায্য দেওয়া যায়, আর্থিকভাবে সহযোগিতা করেছি। ’
কিছুদিন আগেও জাতীয় দলের ক্রিকেটারদের পক্ষ থেকে ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্থদের পুনর্বাসন ও সুপেয় খাবার পানি দিয়েছেন টাইগারদের ওয়ানডে অধিনায়ক।
বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, জুন ০৭, ২০২০
আরএআর/ইউবি