নতুন করে এই দুই সিরিজ স্থগিত করার ব্যাপারে আইসিসির হেড অব ইভেন্টস, ক্রিস টেটলি বলেন, ‘চলমান ভ্রমণ নিষেধাজ্ঞা এবং বৈশ্বিক স্বাস্থ্য উদ্বিগ্নতা এখনও বিদ্যমান থাকায় সরকার এবং জনস্বাস্থ্য কর্তৃপক্ষের পরামর্শের ভিত্তিতে আমরা দু’টি বাছাইপর্ব সিরিজ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি, যা ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের বাছাইয়ের জন্য আয়োজিত করা হতো। ’
মূলত এই দুই সিরিজ থেকে ভারতে হতে যাওয়া ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের জন্য উপযুক্ত দল বাছাই করার কথা আইসিসির।
এবারের পুরুষ ক্রিকেট বিশ্বকাপ লিগ-২ হওয়ার কথা ছিল ৪-১১ জুলাই, স্কটল্যান্ডে। যেখানে ৬টি ওয়ানডে ম্যাচে স্বাগতিকরা ছাড়াও নেপাল, নামিবিয়া বিশ্বকাপের মূল মঞ্চের টিকেটের জন্য লড়াই করতো। অন্যদিকে চ্যালেঞ্জ লিগ-বি’র দ্বিতীয় সিরিজ হওযার কথা ৩-১৩ আগস্ট, উগান্ডায়। ১৫ ম্যাচের এই লড়াইয়ের দলগুলো হলো স্বাগতিক উগান্ডা, বারমুডা, হংকং, ইতলি, জার্সি ও কেনিয়া।
বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, জুন ১১, ২০২০
ইউবি