বৃস্পতিবার (০৯ জুলাই) সংবাদমাধ্যমে এমনটাই জানিয়েছেন তাসকিন। সেজন্য ফিটনেস নিয়ে বেশ গুরুত্বের সঙ্গেই কাজ করছেন তিনি।
তাসকিন বলেন, ‘আমি মূলত আমার সামর্থ্য আরও বৃদ্ধি করতেই বালুতে অনুশীলন করছি। ফিটনেস আগের চেয়ে উন্নত হয়েছে। কিন্তু এখনো আরও অনেক কাজ করার বাকি আছে। চেষ্টা করছি সবসময় নিজের সেরাটি যাতে দিতে পারি। বাংলাদেশের হয়ে আবার সুযোগ পেলে সেরাটা দিয়ে দলে জায়গা যাতে ঠিক করতে পারি ও দেশকে কিছু দিতে পারি এটাই এখন লক্ষ্য। ’
তিনি আরও বলেন, ‘করোনার সময় যাতে সুস্থ থাকি, ক্রিকেটে ফেরার আগ পর্যন্ত আমি সেই চেষ্টা চালিয়ে যাব। কারণ বলে-কয়ে কখনো কেউ ভালো খেলতে পারে না। কিন্তু নিজের ফিটনেস ঠিক রাখার ব্যাপারটা নিজের কাছেই। মাঠে খেলায় ফিরলে প্রথম ম্যাচেই আমি খারাপ করতে পারি, এটা হতে পারে। কিন্তু ফিটনেস উন্নতি করার বিষয়টা আমার হাতে আছে। আমি সত্যিই অনেক চেষ্টা করছি। যেন কেউ কখনো বলতে না পারে তাসকিন চেষ্টাই করেনি। ’
বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, জুলাই ০৯, ২০২০
আরএআর/এমএইচএম