বুধবার (১৫ জুলাই) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ক্যান্সার আক্রান্ত শাওনের চিকিৎসায় তার হাতে আর্থিক সহায়তা তুলে দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জসিম উদ্দিন, সংসদ সদস্য একেএম শামীম ওসমান, সাবেক এআইজি মালিক খসরু, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তানভীর আহমেদ টিটু, সাংবাদিক সুপন রায় সহ অনেকে।
এতে প্রধান অতিথির বক্তব্যে শামীম ওসমান বলেন, ‘শাওন সুস্থ হবে, সুস্থ জীবন ফিরে পাবে। আমাদের সবচেয়ে বড় সত্য হচ্ছে আমাদের মরতে হবে। পৃথিবী আজ স্তব্ধ হয়ে গেছে। আর কয়দিন স্তব্ধ থাকবে জানি না। এই করোনায় কিছু লোক অসুস্থ হবেন, আবার কারো জীবন চলে যাবে। কিছুদিন আগে ১৩ ঘণ্টা পর একটি জাহাজ ডুবে যাবার পর সেখানের শ্রমিক জীবিত উদ্ধার হয়েছেন। ’
'রাজনীতি করি আর না করি এখন থেকে দূর্নীতির বিরুদ্ধে আমি আবার লড়াই করবো। জানি এতে হয়তো আমার ওপর আরো আঘাত আসবে। তবে আমি ভয় পাইনা, আমি তো ২০১৬ সালেই মরে গেছিলাম। ভাগ্যগুনে বেচি গেছি। '
এতে বিশেষ অতিথির বক্তব্যে জেলা প্রশাসক জসিম উদ্দিন বলেন, ‘নারায়ণগঞ্জ আল্লাহর রহমতে ঘুরে দাঁড়িয়েছে। আমরা সকলে একতাবদ্ধভাবে আবার ঘুরে দাঁড়াবো। শাওনের পাশে আমরা থাকবো। ’
সাবেক এআইজি মালিক খসরু বলেন, ‘আমি নারায়ণগঞ্জে বোমা হামলার সময় দায়িত্বে ছিলাম। এই নারায়ণগঞ্জের অনেক স্মৃতি আমাদের আছে। আমরা সকলে মিলেই শাওনের পাশে দাঁড়াবো। ’
সুপন রায় বলেন, ‘আজ আমাদের ৫৫ দিন মাত্র। আরো চেষ্টা করবো যদি কারো সমস্যা থাকে আমাদের জানাবেন, আমরা ভেরিফাই করে আপনাদের সহায়তা করবো। আমরা কোভিড নিয়ে শুরু করলেও বাংলাদেশে যখন যে ইস্যু আসবে সে ইস্যু নিয়ে আমরা কাজ করে যাবো। ৫৫ দিনে আমরা ২৭ টি পরিবারকে নানাভাবে সহায়তা করেছি সেটি আরো করবো। আমাদের এতে অনেক ভূল হচ্ছে তবে আমরা থেমে থাকছি না আর থাকবো না।
বাংলাদেশ সময়: ২১৫৬ ঘণ্টা, জুলাই ১৫, ২০২০
এমএমএস