ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

দীর্ঘদিন পর কোচদের সান্নিধ্যে ক্রিকেটাররা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২০
দীর্ঘদিন পর কোচদের সান্নিধ্যে ক্রিকেটাররা ট্রেনারদের সঙ্গে টাইগাররা। ছবি: শোয়েব মিথুন

করোনা বিরতির পর গত ১৯ জুলাই থেকে জাতীয় দলের ক্রিকেটাররা ব্যক্তিগত অনুশীলন শুরু করেছেন। প্রায় ২ মাস পর টাইগারদের এই অনুশীলনে যোগ দিয়েছেন কোচিং স্টাফরা।

 

মিরপুরে সোমবার (১৪ সেপ্টেম্বর) ব্যক্তিগত অনুশীলন সেশন ভালোই কেটেছে ক্রিকেটারদের। এতদিন এককভাবে অনুশীলন করলেও এবার কোচদের সান্নিধ্যে এসেছেন টাইগাররা।  

অনুশীলনের শুরু থেকেই ছিলেন বিসিবি’র সকল কোচিং স্টাফরা। প্রধান কোচ রাসেল ডমিঙ্গো, পেস বোলিং কোচ ওটিস গিবসন, ফিল্ডিং কোচ রায়ান কুক, ট্রেনার লিক লি ও কন্ডিশনিং কোচ জুলিয়ান ক্যালেফাতো। সবাই যার যার দায়িত্ব পালন করেছেন।

টেস্ট অধিনায়ক মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ মিরপুরের সেন্টার উইকেটে ব্যাটিং অনুশীলন করেছেন যার যার মতো করে। প্রধান কোচ ডমিঙ্গো তাদের ভুলগুলো ধরিয়ে দিয়েছেন। তাই অনুশীলনে ক্রিকেটাররা আগের থেকেও আরও বেশি মনোযোগী ছিলেন।

মুমিনুল, মুশফিক, রিয়াদরা যখন নেটে ব্যাটিং অনুশীলন করছেন তখন তাদের বল করে নিজেদের ঝালিয়ে নিয়েছেন মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন ও তাসকিন আহমেদ। দূরে দাঁড়িয়ে থেকে শিষ্যদের বোলিং পর্যবেক্ষণ করেছেন গিসবন। তাদের ঘাটতিগুলো দেখিয়ে দিয়েছেন তিনি।  

অন্যদিকে ক্রিকেটারদের ফিটনেসের বিষয়গুলো ভালোভাবে দেখেছেন ট্রেনার লিক লি ও কন্ডিশনিং কোচ জুলিয়ান ক্যালেফাতো। সবকিছু মিলে দীর্ঘদিন পর ক্রিকেটারদের পূর্ণাঙ্গ অনুশীলন অনুষ্ঠিত হয়েছে।

এর আগে করোনা নেগেটিভ কোচিং স্টাফরা যাতে অনুশীলনে যোগ দিতে পারেন তার জন্য স্বাস্থ্য অধিদপ্তরের কাছে আবেদন করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য অধিদপ্তর থেকে ইতিবাচক সাড়া পাওয়া যায়। তাই ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হয়নি কোচদের।

বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২০
আরএআর/ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।