ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

চেন্নাইকে হারিয়ে সিংহাসনে বসল দিল্লী

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২০
চেন্নাইকে হারিয়ে সিংহাসনে বসল দিল্লী পৃথ্বীর চোখের ময়লা পরিস্কার করে দিচ্ছেন ধোনি

তৃতীয় ম্যাচে এসে টানা দ্বিতীয় হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে চেন্নাই সুপার কিংসকে। মহেন্দ্র সিং ধোনিরা এবার ৪৪ রানে হেরেছে দিল্লী ক্যাপিটালসের বিপক্ষে।

আর এ নিয়ে টানা দ্বিতীয় জয়ে ৪ পয়েন্ট নিয়ে আইপিএলের চলতি মৌসুমের তালিকার শীর্ষস্থান দখল করেছে শ্রেয়াস আয়ারের দিল্লী। মাত্র এক ম্যাচে জয়ে ২ পয়েন্ট নিয়ে পাঁচে নেমে গেছে চেন্নাই।  

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে জিতে ফিল্ডিংয়েরে সিদ্ধান্ত নেন চেন্নাইয়ের অধিনায়ক ধোনি। ব্যাটিংয়ে নামার সুযোগ কাজে লাগাতে ভুল করেনি দিল্লী। প্রতিপক্ষ বোলারদের ধৈর্যের পরীক্ষা নিয়ে ওপেনিং জুটিতে স্কোরবোর্ডে ৯৪ রান জমা করে তারা।  

শিখর ধাওয়ান ব্যক্তিগত ৩৫ রানে পীযুষ চাওলার বলে ফিরলেও ফিফটি তুলে নেন আরেক ওপেনার পৃথ্বী শ। ২০ বছর বয়সী ব্যাটসম্যানকেও নিজের দ্বিতীয় শিকার বানান চাওলা। পৃথ্বীর ৪৩ বলে ৬৪ রানের ঝড়ো ইনিংসটি সাজানো ছিল ৯ চার ও ১ ছক্কায়।  

এরপরও অবশ্য দিল্লীর ব্যাটিংয়ে তেমন কোনো ভাঙন ধরাতে পারেনি চেন্নাইয়ের বোলাররা। অধিনায়ক আয়ার ২৬ রানে ফিরলও শেষদিকে দুই অপরাজিত ব্যাটসম্যান উইকেটরক্ষক রিষভ পান্তের ৩৭ ও মার্কাস স্টয়নিসের ৫ রানের সুবাদে ৩ উইকেটে ১৭৫ রান করে দিল্লী।  

১৭৬ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে দলীয় ২৩ রানে ওপেনার শেন ওয়াটসনকে (১৪) হারায় চেন্নাই। বেশিক্ষণ টিকতে পারেননি আরেক ওপেনার মুরালি বিজয়ও (১০)। এক প্রান্ত আগলে রেখেছিলেন ফাফ ডু প্লেসিস। কিন্তু তাকে সঙ্গ দিতে পারেননি ঋতুরাজ গাইকওয়াড (৫), কেদার যাদবরা (২৬)।  

ডু প্লেসিস (৪৩) যখন সাজঘরে ফিরছেন তখন চেন্নাইয়ের রান ১৭.২ ওভারে ১১৩।  রানের নিচে চাপা পড়ে ধোনি (১৫), রবীন্দ্র জাদেজারা (১২) বেশিদূর এগোতে পারেননি। চেন্নাই থামে ৭ ‍উইকেটে ১৩১ রানে। স্যাম কারেন অপরাজিত ছিলেন ১ রানে।  

দিল্লীর হয়ে ৪ ওভারে ২৬ রান দিয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন কাগিসো রাবাদা। ২ উইকেট শিকার করেছেন এনরিখ নর্তসে।  

বাংলাদেশ সময়: ০৯৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।