ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

তিন দলের ওয়ানডে টুর্নামেন্টের নাম ‘বিসিবি প্রেসিডেন্টস কাপ’

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৩ ঘণ্টা, অক্টোবর ৮, ২০২০
তিন দলের ওয়ানডে টুর্নামেন্টের নাম ‘বিসিবি প্রেসিডেন্টস কাপ’

আগামী ১১ অক্টোবর থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয়োজনে শুরু হবে তিন দলের ওয়ানডে টুর্নামেন্ট। এজন্য দেশের শীর্ষস্থানীয় ক্রিকেটারদের নিয়ে তিনটি দল ঘোষণা করেছে বিসিসি।

আর এই টুর্নামেন্টের নাম দেওয়া হয়েছে ‘বিসিবি প্রেসিডেন্টস কাপ’।

বৃহস্পতিবার (০৮ অক্টোবর) মিরপুরে সাংবাদিকেদের একথা জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী। এই টুর্নামেন্টের জন্য কোনো স্পন্সর নেই বলেও জানিয়েছেন তিনি।

বিসিবির প্রধান নির্বাহী বলেন, ‘আমরা তিন দলের ৫০ ওভারের যে টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করেছি, এটার নাম হবে বিসিবি প্রেসিডেন্টস কাপ। এটা ১১ তারিখে শুরু হবে এবং ফাইনালে ম্যাচ ২৩ তারিখে। ’

তিনি আরও বলেন, ‘এটা একদমই বিসিবির মধ্যে করা হচ্ছে। এখানে আমাদের টপ ৫০ জন ক্রিকেটার অংশ নেবে। বিসিবির নিজস্ব ব্যবস্থাপনায় সবসময়ই টুর্নামেন্ট আয়োজন করা হয় এবং স্পন্সরও নেওয়া হয় এটা ঠিক। কিন্তু এই টুর্নামেন্টের জন্য আপাতত আমাদের যে প্ল্যান তাতে কোনো স্পন্সর নেই এবং এ ধরনের কোনো পরিকল্পনা আমরা এখন পর্যন্ত করিনি। ’

এই টুর্নামেন্ট হবে লিগ পদ্ধতিতে। প্রত্যেক দল একে অন্যের বিপক্ষে দুইবার করে খেলবে। ১১, ১৩, ১৫, ১৭, ১৯ ও ২১ অক্টোবর হবে ম্যাচগুলো। শীর্ষ দুই দল ফাইনাল খেলবে ২৩ অক্টোবর।  

বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০২০
আরএআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।