ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বাবা হলেন মিরাজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৯ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২০
বাবা হলেন মিরাজ ছবি: সংগৃহীত

জাতীয় ক্রিকেট দলের তরুণ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ বাবা হয়েছেন।  

শনিবার (১০ অক্টোবর) এক ফেসবুক পোস্টে একথা জানান তিনি।

ফেসবুক পোস্টে মিরাজ লিখেছেন, ‘আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আনন্দের সহিত জানাচ্ছি যে, আজ আনুমানিক সকাল ১০টার সময় আমি পুত্র সন্তানের বাবা হয়েছি। আমার প্রথম সন্তানের জন্য সবাই দোয়া করবেন। সকল প্রশংসা মহান আল্লাহ তায়ালার। ’

২২ বছর বয়সী মিরাজের বাড়ি খুলনায়। বিয়ে করেছেন একই জেলার মেয়ে রাবেয়া আক্তারকে। এর আগে প্রায় ৬ বছর ধরে বোঝাপড়া ছিল তাদের। নিউজিল্যান্ড সফরের ভয়াবহ পরিস্থিতি থেকে দেশে ফিরে সেই সম্পর্ক পরিণয়ে রূপ দেন মিরাজ।

জাতীয় দলের নিয়মিত মুখ মিরাজ এখন পর্যন্ত ২২ টেস্ট, ৪১ ওয়ানডে এবং ১৩ টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নেমে বল হাতে যথাক্রমে ৯০, ৪০ ও ৪টি উইকেট নিয়েছেন। ব্যাট হাতে ২ ফিফটিসহ ৬৩৮, এক ফিফটিসহ ওয়ানডেতে ৩৯৩ এবং টি-টোয়েন্টিতে ৯৪ রান করেছেন তিনি।

বাংলাদেশ সময়: ১২১৯ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২০
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।