ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

নীরবতা পালনের মধ্য দিয়ে শুরু প্রেসিডেন্টস কাপ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৩ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২০
নীরবতা পালনের মধ্য দিয়ে শুরু প্রেসিডেন্টস কাপ বেলুন উড়িয়ে বিসিবি প্রেসিডেন্টস কাপের উদ্বোধন। ছবি: শোয়েব মিথুন

অবশেষে মাঠে ফিরলো দেশের ক্রিকেট। মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে বিসিবি প্রেসিডেন্টস কাপ দিয়ে করোনার পর আবার প্রতিযোগিতামূলক ঘরোয়া ক্রিকেট মাঠে গড়ালো।

 

রোববার (১১ অক্টোবর)  এই্ ওয়ানডে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে নাজমুল একাদশ ও মাহমুদউল্লাহ একাদশের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হয়েছে ঘরোয়া ক্রিকেট।

ম্যাচ শুরুর আগে সম্প্রতি করোনার কারণে যে সকল ক্রিকেট ব্যক্তিত্ব মারা গেছেন তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর দুই অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ও নাজমুল হোসেন শান্ত বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন।

মাহুমুদুউল্লাহ একাদশের বিপক্ষে নাজমুল একাদশ টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৪১৩ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২০
আরএআর/ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।