বিসিবি প্রেসিডেন্টস কাপ ওয়ানডের দ্বিতীয় ম্যাচে মাহমুদউল্লাহ একাদশের সামনে মাত্র ১০৪ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে তামিম একাদশ।
মঙ্গলবার (১৩ অক্টোবর) মিরপুরের হোম অব ক্রিকেটে আগে ব্যাট করে রুবেল হোসেন ও সুমন খানের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি তামিমের দল।
টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি তামিম একাদশের। দলীয় চার রানের মাথায় সাজঘরে ফেরত যান অধিনায়ক তামিম। ২ রান করে রুবেল হোসেনের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন এই বাঁহাতি ওপেনার। ৩ ওভারে ১ উইকেট হারিয়ে ১২ রান তোলার পর বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়।
প্রায় দেড় ঘণ্টার মতো খেলা বন্ধ থাকার পর আবার খেলা শুরু হলে ইনিংসের দৈর্ঘ্য তিন ওভার কমিয়ে আনা হয়। সিনিয়র তামিমের মতো জুনিয়র তামিমও ইনিংস বড় করতে পারেননি। রুবেলের বলে আউট হওয়ার আগে তানজিদ তামিম করেন ২৭ রান। একই ওভারে মোহাম্মদ মিঠুন (০) আউট হলে ৪২ রানে ৩ উইকেট হারায় তামিম একাদশ।
শুরুর ধাক্কা কখনোই সামলে উঠতে পারেনি তামিম একাদশ। মাহমুদউল্লাহ একাদশের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে সুবিধা করতে পারেননি দলটির আর কোনো ব্যাটসম্যান। একে একে এনামুল হক বিজয় (২৫), শাহাদাত হোসেন (১) মোসাদ্দেক হোসেন (৫), সাইফউদ্দিন (১২) রান করে আউট হলে ব্যাটিং বিপর্যয়ে পড়ে তামিম একাদশ।
শেষ পর্যন্ত ২৩.১ ওভারে ১০৩ রানেই অলআউট হয় তামিম একাদশ।
মাহমুদল্লাহ একাদশের রুবেল ও সুমন খান ৩টি এবং মেহেদি হাসান মিরাজ ও আমিনুল ইসলাম বিপ্লব ২টি করে উইকেট নেন।
বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২০
আরএআর/এমএইচএম