করোনা ভাইরাস মহামারির কারণে এবার স্থগিত হলো অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ। চলতি বছরের নভেম্বরে সংযুক্ত আরব আমিরাতে বসার কথা যুবাদের এশিয়া কাপের আসর।
মঙ্গলবার (১৩ অক্টোবর) গণমাধ্যমকে একথা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন। তিনি জানান, শুধু এশিয়া কাপ নয়, এ বছর এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) অধীনে যতগুলো আসর হওয়ার কথা ছিল সব আসরই স্থগিত করে ২০২১ সাল পর্যন্ত পিছিয়ে নেওয়া হয়েছে।
বিসিবির প্রধান বির্বাহী বলেন, ‘শুধু অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপই নয়, চলতি বছর এসিসির যতগুলো আসর ছিল, সবই আগামী বছর নিয়ে যাওয়া হয়েছে। সময়-সুযোগ বুঝে এগুলো ২০২১ সালে আয়োজিত হবে। ’
বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও আয়োজক দেশ সংযুক্ত আরব আমিরাত এবং বাছাই পর্ব থেকে উঠে আসা দু'টি দলসহ মোট আটটি দলের অংশগ্রহণে এবারের যুব এশিয়া কাপ হওয়ার কথা ছিল।
বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২০
আরএআর/এমএইচএম