টানা দুই ম্যাচ হারের পর জয়ের ধারায় ফিরেছে চেন্নাই সুপার কিংস। চলতি আইপিএলে মহেন্দ্র সিং ধোনির দল ২০ রানের জয় তুলে নিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চেন্নাইয়ের দেওয়া ১৬৮ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে হায়দ্রাবাদ ৮ উইকেটে করে ১৪৭ রান। এর আগে ৬ উইকেটে ১৬৭ রান করে ধোনির দল।
টসে জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতে ওপেনার ফাফ ডু প্লেসিসকে হারায় চেন্নাই। দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান সাজঘরে ফেরেন গোল্ডেন ডাক নিয়ে। দলীয় ৩৫ রানে বিদায় নেন আরেক ওপেনার স্যাম কারেন (৩১)। এরপর শেন ওয়াটসন (৪২) ও আম্বাতি রাইডু (৪১) গড়েন ৮১ রানের জুটি। ধোনির ব্যাট থেকে আসে ২১ রান। ডোয়াইন ব্রাভো আউট হোন রানের খাতা খোলার আগে। শেষদিকে দীপক চাহারকে (২) নিয়ে অপরাজিত থাকেন রবীন্দ্র জাদেজা (২৫)।
লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ২১ রানে প্রথম উইকেট হারায় হায়দ্রাবাদ। নিজের ছায়া হয়ে ছিলেন ওপেনার ও অধিনায়ক ডেভিড ওয়ার্নার (৯)। মনীষ পাণ্ডেও (৪) এগোতে পারেননি বেশিদূর। লড়াই করতে থাকা জনি বেয়ারস্টো (২৩) রানে ফিরলেও হায়দ্রাবাদের ঢাল হয়ে ছিলেন কেন উইলিয়ামসন। তবে তাকে সঙ্গ দিতে পারেননি প্রিয়ম গার্গ (১৬), বিজয় শঙ্কররা (১২)।
উইলিয়ামসন ফিফটি করে ফিরলে জয়ের আশা হারায় হায়দ্রাবাদ। নিউজিল্যান্ড ব্যাটসম্যানের ৩৯ বলে ৫৭ রানের ইনিংসটি সাজানো ছিল ৭ চারে। শেষদিকে রশিদ খানের ১৪, শাহবাদ নাদিমের ৫ রান কেবল হারের ব্যবধানটুকুই কমায়। ১ রানে অপরাজিত ছিলেন সন্দ্বীপ শর্মা। নটরাজ এক বলের মুখোমুখি হলেও কোনো রান করতে পারেননি।
বাংলাদেশ সময়: ০১৪৮ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২০
ইউবি