বিসিবি প্রেসিডেন্টস কাপ চলছে মিরপুরের শের ই বাংলা স্টেডিয়ামে। কিন্তু স্টেডিয়ামের প্রধান কিউরেটর গামিনি ডি সিলভার অনুপস্থিতিতেই চলছে বিসিবি প্রেসিডেন্ট কাপ।
করোনার কারণে গত মার্চেই শ্রীলঙ্কা ফিরে গেছেন তিনি। তাই মিরপুরে কিউরেটর ছাড়াই চলেছে এতো দিন। তবে প্রেসিডেন্টস কাপের জন্য চট্টগ্রামের কিউরেটর ভারতীয় প্রভীন হিঙ্গনিকরকে ঢাকায় নিয়ে আসা হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) মিরপুরে প্রভীনকে কাজ করতে দেখা যায়। যদিও মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতেই ঢাকায় নিয়ে আসা হয় প্রভীনকে। প্রথম দুই ম্যাচে ব্যাটসম্যানদের ব্যাটিং ব্যর্থতা চোখে পড়েছে। ব্যাটসম্যারা যাতে সুবিধা পায় সেই জন্যই তাকে ডেকে নিয়ে আসা হয়েছে। বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গ্রাউন্ডস কমিটির ম্যানেজার সৈয়দ আব্দুল বাতেন।
গ্রাউন্ডস কমিটির ম্যানেজার বাতেন বলেন, ‘যে পরিমাণে বৃষ্টি হচ্ছে তাতে উইকেট পর্যাপ্ত রোদ পাচ্ছে না। এবার অসময়ে কিন্তু অনেক বৃষ্টি হচ্ছে। এ কারণেই হয়ত রান হচ্ছে না। একটু আগেই অবিরাম বৃষ্টি ঝরে গেল। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে যেহেতু খুব একটা কাজ নেই সে কারণে প্রভীনকে আনা হয়েছে। পুরো টুর্নামেন্টে সে দায়িত্ব পালন করবে। ’
গামিনি কবে ফিরবেন এই প্রসঙ্গে বাতেন বলেন, 'শিগগিরই গামিনি লঙ্কা থেকে ঢাকায় ফিরবে। এসে আবার ১৪ দিনের কোয়ারেন্টিন আছে। দ্রুতই তাকে আমরা মাঠে পাচ্ছি না। '
পুরো টুর্নামেন্টে কিউরেটরের দায়িত্ব পালন করবেন প্রভীন হিঙ্গনিকর। প্রথম দুই ম্যাচে লো স্কোরিং হওয়ায় ব্যাটসম্যানদের কথা চিন্তা করেই তাকে আনা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) প্রেসিডেন্টস কাপের তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে নাজমুল একাদশ ও তামিম একাদশ।
বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২০
আরএআর/এমএমএস