ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আশরাফুলের কাছে ভালো কিছুর প্রত্যাশায় রাজশাহী

স্পোর্টস করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৪ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২০
আশরাফুলের কাছে ভালো কিছুর প্রত্যাশায় রাজশাহী মোহাম্মদ আশরাফুল। ফাইল ফটো

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ দিয়ে দীর্ঘদিন পর মাঠে ফিরেছেন মোহাম্মদ আশরাফুল। নিজেদের প্রথম ম্যাচে বেক্সিমকো ঢাকাকে হারিয়েছে আশরাফুলের মিনিস্টার গ্রুপ রাজশাহী।

 

তবে প্রথম ম্যাচে ব্যাটিংয়ে ভালো করতে পারেননি তিনি।  ৯ বলে  করেছেন ৫ রান। রাজশাহীর সহকারী কোচ রাজিন সালেহ মনে করেন, পরবর্তী ম্যাচেই আশরাফুল ভালো কিছু করে দেখাবেন।

বুধবার (২৫ নভেম্বের) সাংবাদিকদের পাঠানো এক ভিডিও বার্তায় একথা জানান রাজিন সালেহ। তিনি আরও জানান, সবকিছু মিলিয়ে আশরাফুলকে নিয়ে কোনো সংশয় নেই। সবদিক দিয়েই তিনি ভালো অবস্থায় রয়েছেন। শুধুমাত্র পারফরম্যান্সের অপেক্ষায় রয়েছেন তারা।  

রাজিন সালেহ বলেন, 'আশরাফুল প্রথম ম্যাচ খেলেছে। আমরা আশা করছি, পরবর্তী ম্যাচে সে ভালো কিছু করবে। সে ভালো অবস্থায় আছে, আমরা যারা ম্যানেজমেন্টে আছি তারা বোধ করছি পরের ম্যাচেই আশরাফুল কামব্যাক করবে এবং দলের জন্য ভালো ফলাফল এনে দেবে। '

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) নিজেদের দ্বিতীয় ম্যাচে সাকিবের জেমকন খুলনার মুখোমুখি হবে মিনিস্টার গ্রুপ রাজশাহী।

বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২০
আরএআর/ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।