ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

ক্রিকেট

চোটে ছিটকে গেলেন ওয়ার্নার, কামিন্স বিশ্রামে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৮ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২০
চোটে ছিটকে গেলেন ওয়ার্নার, কামিন্স বিশ্রামে

ইনজুরির কারণে ভারতের বিপক্ষে চলমান সীমিত ওভারের সিরিজ থেকে ছিটকে গেলেন ডেভিড ওয়ার্নার। ১৮ দিন পর শুরু হতে পাওয়া টেস্ট সিরিজের আগে অবশ্য তাকে পেতে মরিয়া অস্ট্রেলিয়া।

ওয়ার্নারের পরিবর্তে ডি’আর্সি শর্টকে দলে নেওয়া হয়েছে। তবে অ্যাডিলেড ওভালে ১৭ ডিসেম্বর প্রথম টেস্টকে কেন্দ্র করে বিশ্রাম দেওয়া হয়েছে সাদা বলের সহ-অধিনায়ক প্যাট কামিন্সকে।

এর আগে সিডনিতে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ফিল্ডিং করার সময় কুঁচকিতে চোট পান ওয়ার্নার। তবে ধারণা করা হচ্ছে টেস্ট সিরিজের আগেই তিনি ফিরবেন।

বাংলাদেশ সময়: ১৩৫৮ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।