ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

ক্রিকেট

জাকিরের ফিফটিতে বরিশালকে ১৭৪ রানের টার্গেট দিল খুলনা

স্পোর্টস ডেস্ক   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৪ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২০
জাকিরের ফিফটিতে বরিশালকে ১৭৪ রানের টার্গেট দিল খুলনা রানের জন্য দৌড়াচ্ছেন ইমরুল-জাকির। ছবি: শোয়েব মিথুন

ব্যাটিং পজিশন পরিবর্তন করেও রানের দেখা পেলেন না সাকিব আল হাসান। তবে ওপেনিংয়ে নামা উইকেটরক্ষক জাকির হাসানের ঝড়ো ইনিংসে ফরচুন বরিশালকে ১৭৪ রানের টার্গেট দিয়েছে জেমকন খুলনা।

 

শুক্রবার (০৪ ডিসেম্বর) মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নামে মাহমুউদল্লাহ রিয়াদের দল। তবে এবার সাকিবের পরিবর্তে ওপেনিংয়ে নামেন জহুরুল ইসলাম ও জাকির হাসান। কিন্তু শুরুটা ভাল হয়নি খুলনার। দলীয় ১৯ রানে বিদায় নেন জহুরুল (২)। এরপর ইমরুল কায়েসকে নিয়ে দলের রানের চাকা সচল রাখেন জাকির।  

তাদের ৯০ রানের জুটি ভাঙেন কামরুল ইসলাম। তামিম ইকবালের হাতে বন্দী হয়ে সাজঘরে ফেরেন ইমরুল (৩৭)। এর পরপরই ফেরেন জাকির। তার ৪২ বলে ৬৩ রানের ইনিংসটি সাজানো ছিল ১০ চারে। দলীয় ১৩০ রানে চতুর্থ উইকেট হিসেবে আউট হন সাকিব (১৪)।

শেষদিকে অধিনায়ক মাহমুদউল্লার ১৪ বলে ২৪ রানের ওপর ভর করে ৬ উইকেটে ১৭৩ রান করে খুলনা। এর আগে শামীম হাসান করেন ৬ রান। আরিফুল হক ৬ ও শুভাগত হোম ৫ রানে অপরাজিত থাকেন।  

বরিশালের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন কামরুল। ২ উইকেট শিকার করেছেন তাসকিন আহমেদ।

বাংলাদেশ সময়: ১৪০৪ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।