ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

ক্রিকেট

মুমিনুলের বদলি হিসেবে রুয়েল মিয়াকে দলে নিল চট্টগ্রাম

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২০
মুমিনুলের বদলি হিসেবে রুয়েল মিয়াকে দলে নিল চট্টগ্রাম

আঙুলের ইনজুরির কারণে চলমান বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ থেকে ছিটকে গেছেন গাজী গ্রুপ চট্টগ্রামের ব্যাটসম্যান মুমিনুল হক। জাতীয় দলের টেস্ট অধিনায়কের বদলি হিসেবে কাকে নেওয়া হবে তা এতদিন চূড়ান্ত করেনি দলটি।

অবশেষে তার বদলি হিসেবে চট্টগ্রাম দলে নিয়েছে বাঁহাতি পেসার রুয়েল মিয়াকে।

শনিবার (০৫ ডিসেম্বর) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন গাজী গ্রুপ চট্টগ্রামের ম্যানেজার। দলের অনুশীলনেও যোগ দিয়েছেন ১৯ বছর বয়সী এই পেসার।  

চট্টগ্রামের ম্যানেজার বলেন, 'আমরা মুমিনুলের পরিবর্তে রুয়েল মিয়াকে দলে নিয়েছি। এরইমধ্যে সে দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছে। '

গত ২৮ নভেম্বর জেমকন খুলনার বিপক্ষে ম্যাচে ফিল্ডিং করার সময় ডান হাতের বৃদ্ধাঙ্গুলে চোট পান মুমিনুল। চোট গুরুতর বলেই তার আঙুলে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০২০
আরএআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।