আঙুলে চোট পাওয়ায় বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে আর খেলা হচ্ছে বাংলাদেশ জাতীয় টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হকের। বর্তমানে চিকিৎসার জন্য গাজী গ্রুপ চট্টগ্রামের টপ-অর্ডার ব্যাটসম্যান আছেন সংযুক্ত আরব আমিরাতে।
গত মঙ্গলবার (০৮ ডিসেম্বর) সকালে চিকিৎসার জন্য দুবাই যান মুমিনুল। ইতোমধ্যে ২৯ বছর বয়সী তারকার আঙুলে অস্ত্রোপাচারও হয়েছে। এমনটাই সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন তার জাতীয় দলের সতীর্থ তাসকিন আহমেদ।
বুধবার (০৯ ডিসেম্বর) পেসার তাসকিন নিজের অফিসিয়াল ফেসবুক পেজে মুমিনুলের চিকিৎসাধীন একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হক ভাই সংযুক্ত আরব আমিরাতে আঙুলের অপারেশন করেছেন। তার জন্য সবাই প্রার্থনা করুন...’
গত ২৮ নভেম্বর বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে জেমকন খুলনার বিপক্ষে ম্যাচে ফিল্ডিং করার সময় ডান হাতের বৃদ্ধাঙ্গুলে চোট পান মুমিনুল হক।
বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০২০
ইউবি/এমএমএস