ঢাকা, বৃহস্পতিবার, ২৯ কার্তিক ১৪৩১, ১৪ নভেম্বর ২০২৪, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আরব-আমিরাত ও আফগানদের বিপক্ষে সিরিজের দল ঘোষণা আইরিশদের

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৪ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২০
আরব-আমিরাত ও আফগানদের বিপক্ষে সিরিজের দল ঘোষণা আইরিশদের

বিশ্বকাপ সুপার লিগের অংশ হিসেবে জানুয়ারিতে সংযুক্ত আরব আমিরাত ও আফগানিস্তানের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে আয়ারল্যান্ড। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) এই ঘোষণা দেয় ক্রিকেট আয়ারল্যান্ড।

 

এই দুই সিরিজে উইকেটরক্ষক-ব্যাটসম্যান গ্যারি উইলসনকে পাচ্ছে না আইরিশরা। দ্বিতীয় সন্তানের জন্মদানে পরিবারকে সঙ্গে দিতে তার পিতৃত্বকালীন ছুটি মঞ্জুর করা হয়েছে। উইলসনের পরিবর্তে উইকেটরক্ষক হিসেবে রাখা হয়েছে নেইল রককে।  

তবে জায়গা হয়নি জর্জ ডকরেল, উইলিয়াম পোর্টারফিল্ড ও বয়েড র‌্যানকিনের। গত অগাস্টে ইংল্যান্ড সফরে দলের অংশ ছিলেন তারা।  

তবে এই দুই সিরিজের সময়সূচি ও ভেন্যু এখনও চূড়ান্ত হয়নি।  

আয়ারল্যান্ড স্কোয়াড: অ্যান্ড্র বালবিরনি (অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, কার্টিস চ্যাম্ফার, ডেভিড ডিলেনি, গ্যারেথ ডিলেনি, জশ লিটল, অ্যান্ড্রু ম্যাকব্রিন, বেরি ম্যাকার্থি, জেমস ম্যাককলাম, কেভিন ও’ব্রায়েন, নেইল রক, সিমি সিং, পল স্টার্লিং, হ্যারি টেক্টর, লোরকান টাকার, ক্রেইগ ইয়ং।  

বাংলাদেশ সময়: ১১৩৪ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২০
ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।