ঢাকা, সোমবার, ২৯ আশ্বিন ১৪৩১, ১৪ অক্টোবর ২০২৪, ১০ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

শ্রীলঙ্কা সফরে নেই স্টোকস-আর্চার, ফিরেছেন মঈন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৬ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২০
শ্রীলঙ্কা সফরে নেই স্টোকস-আর্চার, ফিরেছেন মঈন বেন স্টোকস, জোফরা আর্চার ও মঈন আলী/ছবি: সংগৃহীত

আসন্ন শ্রীলঙ্কা সফরের ইংল্যান্ড টেস্ট দলে ডাক পেয়েছেন অলরাউন্ডার মঈন আলী। ফিরেছেন জনি বেয়ারস্টোও।

তবে বেন স্টোকস ও জোফরা আর্চার থাকছেন না।  

কদিন আগে ব্রেইন ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গেছেন বেন স্টোকসের বাবা। শোকসন্তপ্ত পরিবারের পাশে থাকার জন্য ইংলিশ অলরাউন্ডার এখন নিউজিল্যান্ডে অবস্থান করছেন। ফলে তাকে এখনই খেলায় ফেরানোর কথা ভাবছে না ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। অন্যদিকে কিছুদিন আগে আইপিএল খেলে ফেরা পেসার আর্চারকে বিশ্রামে রাখা হয়েছে। আগামী ফেব্রুয়ারিতে ভারত সফরে এই দুই গুরুত্বপূর্ণ সদস্যকে পাওয়ার আশা করছে ইসিবি।

লঙ্কানদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ইসিবির ঘোষিত ১৬ সদস্যের দলে ডাক পেয়েছেন মঈন আলী। ২০১৯ সালে ক্রিকেট থেকে সাময়িক বিরতি নেওয়ার পর এখন পর্যন্ত কোনো টেস্ট খেলেননি এই ৩৩ বছর বয়সী অলরাউন্ডার। অন্যদিকে টেস্ট দল থেকে বাদ পড়ার ১ বছর পর ফিরছেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান বেয়ারস্টো।  

এছাড়া দুই বছর পর ডাক পেয়েছেন উইকেটরক্ষক বেন ফোকস। কাঁধের চোটে ছিটকে পড়েছেন মিডল অর্ডার ব্যাটসম্যান অলি পোপ। পিতৃত্বকালীন ছুটিতে আছেন টপ অর্ডার ব্যাটসম্যান ররি বার্নস।

শ্রীলঙ্কার গলে দর্শকশূন্য মাঠে গড়াবে টেস্ট সিরিজটি। এর আগে গত মার্চে এই সিরিজ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনা মহামারির ছোবলে ফিরে এসেছিল ইংল্যান্ড দল। সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ১৪ জানুয়ারি। দ্বিতীয়টি মাঠে গড়াবে ২২ জানুয়ারি থেকে।

ইংল্যান্ড টেস্ট দল: জো রুট (অধিনায়ক), জস বাটলার, মঈন আলী, জেমস অ্যান্ডারসন, জনি বেয়ারস্টো, ডম বেস, স্টুয়ার্ট ব্রড, জ্যাক ক্রলি, স্যাম কারান, বেন ফোকস, ড্যান লরেন্স, জ্যাক লিচ, ডম সিবলি, অলি স্টোন, ক্রিস ওকস, মার্ক উড।

রিজার্ভ: জেমস ব্রেসি, অমর ভার্দি, ম্যাসন ক্রেইন, সাকিব মাহমুদ, ক্রেইগ ওভারটন, ম্যাথু পার্কিনসন, অলি রবিনসন।

বাংলাদেশ সময়: ১৩৪৬ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২০
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।