ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

ক্রিকেট

বড়দিনের ছুটি কাটাতে দেশে ফিরে গেছেন ডমিঙ্গো

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০০ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২০
বড়দিনের ছুটি কাটাতে দেশে ফিরে গেছেন ডমিঙ্গো রাসেল ডমিঙ্গো

আগামী জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজ খেলবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সে জন্য বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ শুরুর কিছুদিন পর বাংলাদেশে আসেন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো।

তবে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের লিগ পর্ব শেষ হওয়ার আগেই আবার নিজ দেশে ফিরে গেছেন তিনি।  

শুক্রবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে দক্ষিণ আফ্রিকার উদ্দেশে ঢাকা ছাড়েন টাইগারদের হেড কোচ।

শনিবার (১২ ডিসেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একাধিক সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে। বড়দিনের ছুটি কাটাতে দেশে ফিরে গেছেন ডমিঙ্গো। জাতীয় দলের ক্যাম্প শুরু হলেই আবার ফিরবেন তিনি।  

সুত্রটি বলছে, ‘জাতীয় দলের অনুশীলন ক্যাম্প শুরু হলেই তিনি আবার ফিরবেন। তবে সেটা কবে আমরা এখনই বলতে পারছি না। ’

জাতীয় দলের বেশিরভাগ বিদেশি কোচিং স্টাফই নিজেদের দেশে রয়েছেন। বড়দিনের ছুটি শেষে আবার দলের সঙ্গে যোগ দেবেন তারা। তবে স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেট্টোরির বিষয়টি ভিন্ন। ১০০ দিনের চুক্তিতে কাজ করছেন তিনি।  

ব্যক্তিগত কারণে ভেট্টোরি ক্যারিবীয়দের বিপক্ষে দায়িত্ব পালন করবেন না। আগামী বছর ফেব্রুয়ারিতে বাংলাদেশের নিউজিল্যান্ড সফরে তিনি দলের সঙ্গে যোগ দেবেন।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, ডিসেম্বের ১২, ২০২০
আরএআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।