ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

দারুণ বোলিংয়ে মাশরাফির ৫ উইকেট দখল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৬ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২০
দারুণ বোলিংয়ে মাশরাফির ৫ উইকেট দখল মাশরাফির ৫ উইকেট দখল। ছবি: শোয়েব মিথুন।

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে প্রথম কোয়ালিফারে নেমে বিধ্বংসী বোলিং করলেন মাশরাফি বিন মর্তুজা। গাজী গ্রুপ চট্টগ্রামকে ৪৭ রানে হারিয়ে জেমকন খুলনার ফাইনালে যাওয়ার রাস্তাটা এই তারকাই সহজ করে দেন।

মাশরাফি ৪ ওভারে ৩৫ রানের বিনিময়ে ৫ উইকেট দখল করেন। তার ঝুলিতে ছিলেন লিটন দাশ, সৌম্য সরকার, মাহমুদুল হাসান জয়, শামসুর রহমান শুভ ও মোস্তাফিজুর রহমান।

এদিন নিজের ও দলীয় প্রথম ওভারের শেষ বলে শামীম হোসেনের ক্যাচে সৌম্যকে শূন্য রানে ফেরান মাশরাফি। পরে দলীয় চতুর্থ ওভারের দ্বিতীয় বলে লিটন দাশকে বোল্ড করেন। টপঅর্ডারের তৃতীয় ব্যাটসম্যান জয়ও মাশরাফির শিকার হন। ম্যাশের বলে জয় ইমরুল কায়েসকে ক্যাচ দেন। নিজের শেষ ও ১৮তম ওভারে শুভ ও মোস্তাফিজকে ফিরিয়ে ৫ উইকেট দখল করেন দেশসেরা এই পেসার।

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।