ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ফাইনাল না খেলেই যুক্তরাষ্ট্র চলে যাচ্ছেন সাকিব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৩ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২০
ফাইনাল না খেলেই যুক্তরাষ্ট্র চলে যাচ্ছেন সাকিব

পারিবারিক কারণে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ফাইনাল না খেলেই যুক্তরাষ্ট্র চলে যাচ্ছেন সাকিব আল হাসান। গতকালই হোটেল ছেড়েছেন তিনি।

আজ (১৫ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের ফ্লাইট ধরবেন।

সাকিবের চলে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তার দল জেমকন খুলনার মিডিয়া ম্যানেজার মিনহাজ উদ্দিন। তিনি জানান, শ্বশুরের অসুস্থতার কারণে যুক্তরাষ্ট্র যাচ্ছেন সাকিব।

এর আগে আসরের প্রথম কোলিয়াফায়ারে গাজী গ্রুপ চট্টগ্রামকে ৪৭ রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে সাকিব-মাহমুদউল্লাহ-মাশরাফিদের খুলনা।

এদিকে এক বছরের নিষেধাজ্ঞা থেকে ফেরা সাকিবের অবশ্য এই টুর্নামেন্টটি খুব ভালো যায়নি। ৯ ম্যাচ খেলে ১১০ রান ও ৬টি উইকেট পেয়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২০
এমএমএস/আরএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।