ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

প্রথম দফায় করোনা নেগেটিভ ক্রিকেটাররা

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৫ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২১
প্রথম দফায় করোনা নেগেটিভ ক্রিকেটাররা

আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে বাংলাদেশ ক্রিকেট দলের সব সদস্যের করোনা পরীক্ষা করানো হয়েছে। প্রথম দফার পরীক্ষায় সবাই করোনা নেগেটিভ বলে জানা গেছে।

তবে শতভাগ নিশ্চিত হতে শনিবার (৯ জানুয়ারি) দ্বিতীয় দফা করোনা পরীক্ষা করা হবে।  

গত বুধবার করোনা পরীক্ষার জন্য নমুনা দেন দলে ডাক পাওয়া ৩০ ক্রিকেটার। এর আগে মাঠকর্মী, জাতীয় দলের সাপোর্টিং স্টাফদের নমুনা নেওয়া হয়েছিল।

প্রথম দফার করোনা পরীক্ষার পর বিসিবির প্রধান চিকিৎসক ডা. দেবাশিষ চৌধুরী জানান, সবার নমুনার ফলই নেগেটিভ এসেছে। তবে শতভাগ নিশ্চিত হতে দ্বিতীয় দফায় আবার পরীক্ষা করানো হবে। সেখানে যাদের টেস্টের ফল নেগেটিভ আসবে, তারাই প্রবেশ করবেন জৈব সুরক্ষা বলয়ে।  

আগামী ১০ জানুয়ারি বাংলাদেশে পা রাখবে ওয়েস্ট ইন্ডিজ দল। এরপর ২০, ২২ ও ২৫ জানুয়ারি হবে তিন ওয়ানডে। টেস্ট সিরিজের দুই ম্যাচ মাঠে গড়াবে যথাক্রমে ৩ ও ১১ ফেব্রুয়ারি।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।