২০২১ সালের আইপিএলের নিলামকে সামনে রেখে ১০ জন খেলোয়াড়কে ছেড়ে দিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। তার মধ্যে ৫ জন বিদেশি এবং বাকি ৫ জন ভারতীয়।
বিরাট কোহলির দলে আগামী মৌসুম দেখা যাবে না পার্থিব প্যাটেলকে। আইপিএলের গত মৌসুমে অবসর নেন তিনি। অন্যদিকে আগামী মৌসুমে না খেলার কথা জানিয়ে দিয়েছেন আরসিবির দক্ষিণ আফ্রিকান পেসার ডেল স্টেইন। তবে থাকছেন গত মৌসুমে কেন রিচার্ডসনের পরিবর্তে ব্যাঙ্গালুরু শিবিরে যোগ দেওয়া অ্যাডাম জাম্পা।
অন্যদিকে গ্লেন ম্যাক্সওয়েলকে ছেড়ে দিচ্ছে কিংস ইলেভেন পাঞ্জাব। আগামী মৌসুমে অন্য কোনো দলে দেখা যাবে ম্যাক্সিকে। অজি অলরাউন্ডার প্রীতি জিনতার দলে দ্বিতীয় মেয়াদে যোগ দেন ২০২০ সালে। এর আগে প্রথম মেয়াদে ২০১৪-১৭ পর্যন্ত কিংস ইলেভেন পাঞ্জাবে ছিলেন তিনি।
গত আইপিএলে তৃতীয় স্থানে থেকে মৌসুম শেষ করা সানরাইজার্স হায়দ্রাবাদও আগামী মৌসুমের নিলামকে সামনে রেখে ছেড়ে দিচ্ছে ফাবিয়ান অ্যালেনকে। গত মৌসুমের ফাইনালিস্ট দিল্লি ক্যাপিটালস ছাড়ছে পাঁচজন খেলোয়াড়। যার মধ্যে তিনজন বিদেশি ও দু’জন ভারতীয়। অ্যালেক্স ক্যারিকে ছাড়লে তাদের হাতে উইকেটরক্ষক হিসেবে থাকবে কেবল একজন, ঋষভ পন্থ।
দু’বারের আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স তাদের পুরনো ১৭জন খেলোয়াড়কে রেখে দিচ্ছে। ছেড়ে দিচ্ছে ৫জন। অন্যদিকে আগামী আসরে রাজস্থান রয়্যালসকে নেতৃত্ব দেবেন সঞ্জু স্যামসন। ছেড়ে দিচ্ছে স্টিভেন স্মিথকে। এ তালিকায় আরও আছেন অঙ্কিত রাজপুত, ওশানে টমাস, আকাশ সিং, বরুণ অ্যারন, টম কারেন, অনিরুদ্ধ জোশি ও শশাংক সিং। ফ্র্যাঞ্জাইটির ডিরেক্টর অব ক্রিকেট হিসেবে দায়িত্ব নেন কুমার সাঙ্গাকারা।
বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২১
ইউবি/এমএমএস