ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

কুয়েটে ৪ দিনব্যাপী ক্রিকেট টুর্নামেন্ট শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২১
কুয়েটে ৪ দিনব্যাপী ক্রিকেট টুর্নামেন্ট শুরু .

খুলনা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উপলক্ষে ‘মুজিববর্ষ অমর একুশে শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট-২০২১’ শুরু হয়েছে।

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) সাবেক-বর্তমান ছাত্রলীগ চার দিনব্যাপী এ টুর্নামেন্টের আয়োজন করেছে।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণের পরিচালক প্রফেসর ড. ইসমাইল সাইফুল্লাহ।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে ১২ দলের এ টুর্নামেন্ট। যেখানে প্রতিদ্বন্দ্বিতা করছে ভাষা শহীদ রফিক উদ্দিন একাদশ, বর্ণমালা, টিম জয় বাংলা, দুর্বার বাংলা একাদশ, বঙ্গবন্ধু একাদশ, লাল-সবুজ একাদশ, শহীদ আবু সুফিয়ান একাদশ, অমর একুশে একাদশ, বিজয় একাত্তর, বন্ধু ক্রীড়াচক্র, কর্মকর্তা সমিতি ও মাস্টাররোল কর্মচারী একাদশ।

টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন কুয়েট ছাত্রলীগের সভাপতি মো. আবুল হাসান শোভন ও সাধারণ সম্পাদক সাদমান নাহিয়ান সেজান। আগামী ২৮ ফেব্রুয়ারি ১২ দলের ভেতর থেকে সেরা দু’দলের ফাইনাল অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২১
এমআরএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।