ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

লর্ডসের পরিবর্তে সাউদ্যাম্পটনে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৯ ঘণ্টা, মার্চ ৯, ২০২১
লর্ডসের পরিবর্তে সাউদ্যাম্পটনে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল কোহলি-উইলিয়ামসন

সাউদ্যাম্পটনের অ্যাজেস বোল স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে উদ্বোধনী টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে ভারত। সোমবার (০৮ মার্চ) বিষয়টি নিশ্চিত করেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী।

প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) করা এক প্রশ্নে ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি টিম ইন্ডিয়ার সাবেক অধিনায়ক বলেন, ‘হ্যাঁ, ফাইনাল হবে অ্যাজেস বোলে। ’  এই টেস্ট দেখার জন্য যুক্তরাজ্যে যাওয়ারও আশা প্রকাশ করেন গাঙ্গুলী।

শুরুতে লর্ডসে হওয়ার কথা ছিল ফাইনাল ম্যাচটি। তবে করোনার প্রকোপের কারণে তা সরিয়ে নেওয়া হচ্ছে পাঁচ-তারকা সুবিধা সম্পন্ন সাউদ্যাম্পটনে। ১৮-২২ জুনের ফাইনাল চলাকালীন দু’দলই থাকবে আইসিসি এবং ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের প্রস্তুত করতে যাওয়া জৈব-সুরক্ষা বলয়ের মধ্যে।

এর আগে ঘরের মাটিতে চার টেস্ট সিরিজে ইংল্যান্ডকে ৩-১ ব্যবধানে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে ভারত।

বাংলাদেশ সময়: ১৩৩৯ ঘণ্টা, মার্চ ০৯, ২০২১
ইউবি/এমএমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।