সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে ৭ উইকেটে হারাল ভারত। তাতে পাঁচ ম্যাচের সিরিজে এলো ১-১ এ সমতা।
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামে ইংল্যান্ড। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৬৪ রান করে দলটি।
সর্বোচ্চ ৪৬ রান করেন জেসন রয়। ৩৫ বলে ৪ চার ও ২ ছক্কায় নিজের ইনিংস সাজান তিনি। এ ছাড়া ওয়েন মরগান ২০ বলে ২৮, ডেভিড মালান ২৩ বলে ২৪, বেন স্টোকস ২১ বলে ২৪ রান করেন।
জবাবে প্রথম ওভারে লোকেশ রাহুল ফিরে যান ব্যক্তিগত রানের খাতা খোলার আগেই। এরপর বিরাট কোহলির সঙ্গে ৯৩ রানের জুটি গড়ে ভারতকে জয়ের পথে অনেকটাই এগিয়ে দেন অভিষেক হওয়া কিষান।
১০তম ওভারে আদিল রশিদের শিকার হওয়ার আগে ৩২ বলে ৫ চার ও ৪ ছক্কায় ৫৬ রান করেন ২২ বছর বয়সী বাঁহাতি।
তবে কোহলি ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন। ৭৩ রান করে অপরাজিত থাকেন তিনি। ৪৯ বলে ৫ চার ও ৩ ছক্কায় সাজান নিজের ইনিংস। ৮ রানে অপরাজিত থাকেন শ্রেয়াস আইয়ার। মাঝে রিশভ পন্ত ১৩ বলে ২৬ রানের ইনিংস খেলেন।
জর্ডনের করা ১৮তম ওভারের চতুর্থ ও পঞ্চম বলে ৪ ও ৬ মেরে ভারতকে ম্যাচ জেতান কোহলি।
অভিষেক ম্যাচে ম্যাচ সেরার পুরস্কারও পান ইশান কিষান।
বাংলাদেশ সময়: ০৯২৭ ঘণ্টা, মার্চ ১৫, ২০২১
এমএমএস