ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৪ ঘণ্টা, মার্চ ২০, ২০২১
টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

বাংলাদেশের বিপক্ষে তিন ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড।  

এখন পর্যন্ত নিউজিল্যান্ডকে তাদের মাটিতে হারানোর স্বাদ পায়নি বাংলাদেশ।

তবে এবার সেই সুযোগ তৈরি হয়েছে। বিশেষ করে ডানেডিনে অনুষ্ঠিত হওয়া প্রথম ম্যাচে। কারণ এই ম্যাচে থাকছেন না নিউজিল্যান্ডের সবচেয়ে অভিজ্ঞ দুই ব্যাটসম্যান। তাদের মধ্যে একজন নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন ও অন্য জন্য অভিজ্ঞ ব্যাটসম্যান রস টেইলর। এছাড়া প্রথম ম্যাচে কিউইদের পেস আক্রমণে নেই টিম সাউদি।

যার কারণে প্রথম ম্যাচ জয়ের সুযোগ থাকছে টাইগারদের সামনে। তবে ব্যক্তিগত কারণে বাংলাদেশ দলে নেই অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান।  

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাশ, সৌম্য সরকার, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মেহদী হাসান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান।

নিউজিল্যান্ড একাদশ: মার্টিন গাপটিল, হেনরি নিকলস, ডেভন কনওয়েন, উইল ইয়ং, টম লাথাম (উইকেটরক্ষক ও অধিনায়ক), জেমস নিশাম, ড্যারিল মিচেল, মিচেল স্যান্টনার, কাইল জেমিসন, ম্যাট হেনরি, ট্রেন্ট বোল্ট।  

বাংলাদেশ সময়: ০৩৪৩ ঘণ্ট, মার্চ ২০, ২০২১
ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।