বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কর্মকর্তাদের নিয়ে বেফাঁস মন্তব্য করা সাকিব আল হাসানকে নিয়ে চলছে তর্ক-বিতর্ক। আর এমন সময় জানা গেল, সোমবার (২২ মার্চ) গভীর রাতে ঢাকায় ফিরছেন সাকিব।
বিসিবির লজিস্টিক সাপোর্টের দায়িত্বে থাকা কর্মকর্তা ওয়াসিম খান এই খবর নিশ্চিত করেছেন।
সূত্র মতে জানা গেছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে কথা বলতেই হঠাৎ দেশে আসছেন সাকিব।
ওয়াসিম খান বলেন, ‘সাকিব আজ রাত দুইটায় কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে যুক্তরাষ্ট্র থেকে ঢাকা ফিরছে। ’
এদিকে সাকিব সম্প্রতি একটি সাক্ষাৎকারে বোর্ডের কয়েক জন কর্মকর্তার ‘দায়িত্বের প্রতি অবহেলা’ নিয়ে মন্তব্য করেন। এরপর বোর্ড থেকে জরুরি সভা ডেকে তার আইপিএল খেলার অনুমতি বাতিলের ইঙ্গিত দেয়া হয়।
পরে রোববার রাতে সাকিব আরও একধাপ এগিয়ে নিজের অবস্থান পরিস্কার করেন। বাংলাদেশের জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক উৎপল শুভ্রকে দেয়া দীর্ঘ সাক্ষাৎকারে সাকিব বলেন, ‘আমি প্ল্যান করে কিছু বলি না। যা মনে আসে, তা-ই বলি। যা বিশ্বাস করি, তা-ই বলি। যা ঠিক মনে করি, বলে দিয়েছি। ’
বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, মার্চ ২২, ২০২১
এমএমএস