নিউজিল্যান্ড ও বাংলাদেশের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছে টাইগাররা। সে ম্যাচে হ্যামস্ট্রিং চোটের কারণে খেলতে পারেননি নিউজিল্যান্ডের তারকা খেলোয়াড় রস টেইলর।
টেইলরের বিকল্প হিসেবে দলে ডাক পেয়েছিলেন অলরাউন্ডার মার্ক চ্যাপম্যান। গত ১৪ মার্চ সেন্ট্রাল স্ট্যাগস এবং ওয়েলিংটন ফায়ারবার্ডসের মধ্যকার প্ল্যাঙ্কেট শিল্ডের ম্যাচে ফিল্ডিং করার সময় চোট পান টেইলর। এ জন্য খেলা হয়নি প্রথম ওয়ানডে।
তবে প্রথম ওয়ানডেতে টেইলর ও অধিনায়ক উইলিয়ামসনের অভাব টেরই পায়নি কিউইরা। দলকে নেতৃত্ব দিচ্ছেন টম লাথাম। প্রথম ম্যাচে ট্রেন্ট বোল্টের বোলিং তোপে মাত্র ১৩১ রানে গুটিয়ে গিয়েছিল টাইগাররা। এরপর ২ উইকেট হারিয়েই জয়ের বন্দরে নোঙর করে নিউজিল্যান্ড।
মঙ্গলবার সকালে দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে। তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচ গড়াবে ২৬ মার্চ ওয়েলিংটনের বেসিন রিজার্ভে।
বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, মার্চ ২২, ২০২১
এমএমএস