ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

কোহলির দলে আরও এক ক্রিকেটার করোনায় আক্রান্ত

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৯ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২১
কোহলির দলে আরও এক ক্রিকেটার করোনায় আক্রান্ত

করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে লণ্ডভণ্ড ভারত। প্রতিদিনই দেশটিতে প্রায় এক লাখ মানুষ কোভিড-১৯ এ আক্রান্ত হচ্ছেন।

আর এর প্রভাব পড়েছে আগামী ৯ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল)।

কঠোর জৈব-সুরক্ষা বলয়ের মধ্যে থাকার পরও ক্রিকেটাররা রক্ষা পাচ্ছেন না প্রাণঘাতি এই ভাইরাস থেকে।

এরই মধ্যে বিরাট কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুতে (আরসিবি) আবারও হানা দিয়েছে করোনা। ওপেনার দেবদূত পাডিক্কালের পর এবার আক্রান্ত হয়েছেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ড্যানিয়েল স্যামস।

এক টুইটে বিষয়টি নিশ্চিত করেছে আরসিবি। আরসিবি জানায়, গত ৩ এপ্রিল অস্ট্রেলিয়া থেকে ভারতে আসে। তখন করোনা টেস্টে তার নেগেটিভ আসে। তবে কোনো ধরনের উপসর্গ ছাড়াই এবার আক্রান্ত হয়েছে। তাকে আইসোলেশনে রাখা হয়েছে এবং আরসিবির মেডিক্যাল টিম স্যামসের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করছে।

আইপিএল শুরুর দিনেই ৯ এপ্রিল মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে মাঠে নামবে কোহলির দল। গতকাল মুম্বাইয়ের উইকেটরক্ষক কনসালট্যান্ট কিরন মোর আক্রন্ত হয়েছেন করোনায়। এবারের আসরে করোনা নিঃসন্দেহে ভোগাবে ফ্র্যাঞ্চাইজিগুলোকে।

বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, ০৭ এপ্রিল, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।