দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কায় পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বাংলাদেশ এয়ারলাইন্সের একটি চার্টার্ড ফ্লাইটে সোয়া তিন ঘণ্টার যাত্রার পর মুমিনুল হক-তামিম ইকবালরা দেশটিতে পৌঁছেন বলে জানা গেছে।
এর আগে সোমবার (১২ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় শ্রীলঙ্কার উদ্দেশে দেশ ছাড়ে বাংলাদেশ ক্রিকেট দল।
টাইগারদের এই সফরে মোট ৪১ জনের বিশাল বহর শ্রীলঙ্কা সফরে গেছে। যেখানে প্রাথমিক স্কোয়াডের ২১ জন ক্রিকেটারের সঙ্গে কোচিং স্টাফ, সাপোর্ট স্টাফ ও বিসিবি অফিসিয়ালরা রয়েছে।
এদিন শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে পৌঁছেই বাংলাদেশ দলের সবাই করোনা পরীক্ষার নমুনা দিয়েছেন। এখন শহরের নেগোম্বোতে তিন দিনের কোয়ারেন্টিনে থাকবে বাংলাদেশ দল। কোয়ারেন্টিন শেষে শুরু হবে অনুশীলন।
বাংলাদেশ দল আগামী ১৭-১৮ এপ্রিল নিজেদের মধ্যে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবে । এরপর ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে। প্রথম টেস্ট ২১ এপ্রিল শুরু হবে। দ্বিতীয় টেস্ট ২৯ এপ্রিল। এই মাঠে এবারই প্রথম টেস্ট ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ।
টেস্টের প্রাথমিক দল: মুমিনুল হক (অধিনায়ক), লিটন কুমার দাস, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সাদমান ইসলাম অনিক, আবু জায়েদ রাহি, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, সাইফ হাসান, ইয়াসির আলী রাব্বি, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, মুকিদুল ইসলাম মুগ্ধ, শুভাগত হোম, শহীদুল ইসলাম ও নুরুল হাসান সোহান।
বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২১
এমএমএস