ঢাকা, বুধবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

জেঁকে বসেছেন লঙ্কান ওপেনাররা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৯ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২১
জেঁকে বসেছেন লঙ্কান ওপেনাররা

দিনের অর্ধেকের বেশি সময় পার হয়ে হয়ে গেছে। কিন্তু এখনও কোনো উইকেট শিকার করতে পারেননি বাংলাদেশ বোলাররা।

অন্যদিকে উইকেটে জেঁকে বসেছেন দুই লঙ্কান ওপেনার দিমুথ করুণারত্নে এবং লাহিরু থিরিমান্নে।  

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৫০ ওভার শেষে শ্রীলঙ্কার সংগ্রহ বিনা উইকেটে ১৫০ রান। আগের ম্যাচের ডাবল সেঞ্চুরিয়ান করুণারত্নে ব্যাট করছেন ৮১ রানে। লাহিরু থিরিমান্নে ৬৭ রানে ব্যাট করছেন।

সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিন বৃহস্পতিবার ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ফিল্ডিং করছে বাংলাদেশ।

টসে জিতে ব্যাট করতে নেমে টাইগারদের বাজে ফিল্ডিংয়ের সুযোগ নিয়ে উদ্বোধনী জুটিতে বড় জুটি গড়ে ফেলেছেন স্বাগতিক দলের ওপেনাররা।  

প্রথম টেস্টে ২৪৪ রানের বড় ইনিংস খেলা করুণারত্নে অবশ্য একটি সুযোগ দিয়েছিলেন বাংলাদেশকে। শ্রীলঙ্কার স্কোর যখন ৪৯ রান, তখন তাসকিন আহমেদের বলে স্লিপে ক্যাচ দেন লঙ্কান দলপতি। তবে সহজ ক্যাচটি তালুবন্দি করতে পারেননি নাজমুল হোসেন শান্ত। করুণারত্নের রান ছিল তখন ২৮।

এই টেস্টে বাংলাদেশ দলের হয়ে অভিষেক হয়েছে মোহাম্মদ শরিফুল ইসলামের। এবাদত হোসেনের পরিবর্তে সুযোগ পেয়েছেন এই তরুণ পেসার।  

বাংলাদেশ সময়: ১৪৩৯ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।