শ্রীলঙ্কা সফর শেষে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। তবে দেশে ফিরে তারা প্রাতিষ্ঠানিক নয়, থাকবেন হোম কোয়ারেন্টিনে।
মঙ্গলবার বিকেল পৌনে চারটার দিকে চার্টার্ড ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন তামিম-মুশফিকরা। এরপর দলের সকল সদস্য নিজ নিজ বাড়িতে কোয়ারেন্টিনে যাবেন। এমনটাই জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন।
করোনা পরিস্থিতির অবনতির কারণে শ্রীলঙ্কা থেকে দেশে ফেরা ক্রিকেটারদের তিন দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখার সম্ভাবনা জেগেছিল। বিসিবি এজন্য প্রস্তুতিও নিয়ে রেখেছিল। পরে সরকার ও বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা শেষে হোম কোয়ারেন্টিনের সিদ্ধান্ত জানানো হয়।
চলতি মাসের শেষদিকে ঘরের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে খেলবে টাইগাররা। প্রাথমিক দলও ঘোষণা করা হয়ে গেছে। ক্রিকেটারদের মধ্যে শ্রীলঙ্কা সিরিজে যারা যাননি, তারা এরইমধ্যে অনুশীলন শুরু করে দিয়েছেন। দেশে ফেরা ক্রিকেটাররা হোম কোয়ারেন্টিন পর্ব শেষে তাদের সঙ্গে যোগ দেবেন।
বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, মে ০৪, ২০২১
এমএইচএম