ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ভারতের লজ্জার রেকর্ড এখন শ্রীলঙ্কার দখলে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৭ ঘণ্টা, জুলাই ২, ২০২১
ভারতের লজ্জার রেকর্ড এখন শ্রীলঙ্কার দখলে সংগৃহীত ছবি

বর্তমান ক্রিকেটবিশ্বে অন্যতম শক্তিশালী দল ভারত। সেটা যেকোনো ফরম্যাটের ক্ষেত্রেই প্রযোজ্য।

কিন্তু ৫০ ওভারের ক্রিকেটে তাদের একটা লজ্জার রেকর্ড আছে। তবে এখন অবশ্য ‘ছিল’ বলতে হচ্ছে, কারণ এবার তাদেরকে সেই লজ্জার হাত থেকে রক্ষা করল শ্রীলঙ্কা।  

ইংল্যান্ড সফরে টি-টোয়েন্টি সিরিজে নাকানিচুবানি খাওয়ার পর লঙ্কান দল ওয়ানডে সিরিজেরও প্রথম দুই ম্যাচ হেরে গেছে। সিরিজের প্রথম ম্যাচ হেরে ভারতের সমান ৪২৭ পরাজয় হয় শ্রীলঙ্কার। আর গতকাল বৃহস্পতিবার দ্বিতীয় ম্যাচে ৮ উইকেটে হেরে যাওয়ায় লঙ্কানদের পরাজয়ের সংখ্যা দাঁড়ায় ৪২৮ ম্যাচ। এর মাধ্যমে তারা শীর্ষে উঠে গেছে।  

পরাজয়ের তালিকায় ভারত-শ্রীলঙ্কার পরের নামটি পাকিস্তানের। তারা হেরেছে ৪১৪টি ওয়ানডে ম্যাচ। এই তিনটি দেশই ৫০ ওভারের ম্যাচ সবচেয়ে বেশি খেলেছে। শ্রীলঙ্কা ৩৯০ জয়ের বিপরীতে হারল ৪২৮টি ওয়ানডে ম্যাচ।  

অন্যদিকে ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে বেশি ৫৭৯ জয় অস্ট্রেলিয়ার। এরপরই রয়েছে ৫১৬ ম্যাচ জেতা ভারত। অন্যদিকে বাংলাদেশ ১৩৩ জয়ের বিপরীতে হেরেছে ২৪৫ ম্যাচ।  

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, জুলাই ০২, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।