ঢাকা, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

ক্রিকেট

কিউইদের বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২০, আগস্ট ৪, ২০২১
কিউইদের বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত সংগৃহীত ছবি

চলতি আগস্টেই টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড। এরইমধ্যে সিরিজের সূচিও চূড়ান্ত করা হয়েছে।

 

বুধবার (৪ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিরিজের সূচি প্রকাশ করে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সূচি অনুযায়ী, নিউজিল্যান্ড দল আগস্টের শেষদিকে বাংলাদেশে এলেও সিরিজ মাঠে গড়াবে সেপ্টেম্বরে। সফরে অস্ট্রেলিয়ার মতো নিউজিল্যান্ডও খেলবে পাঁচটি টি-টোয়েন্টি।

নিউজিল্যান্ড দল বাংলাদেশে পা রাখবে আগামী ২৪ আগস্ট। এরপর মূল লড়াইয়ে নামার আগে সফরকারী দল একটি প্রস্তুতি ম্যাচ খেলবে।

সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ১ সেপ্টেম্বর। এরপর বাকি চারটি ম্যাচ মাঠে গড়াবে যথাক্রমে ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর।  

পাঁচটি ম্যাচেরই ভেন্যু মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। চলমান অস্ট্রেলিয়া সিরিজের মতো এই সিরিজের প্রতিটি ম্যাচও হবে দিবারাত্রির এবং মাঠ থাকবে দর্শকশূন্য।  

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, আগস্ট ০৪, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।