ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

অ্যালেনের বদলি হিসেবে ঢাকায় এলেন হেনরি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২১
অ্যালেনের বদলি হিসেবে ঢাকায় এলেন হেনরি ম্যাট হেনরি/সংগৃহীত ছবি

করোনা ভাইরাসে আক্রান্ত নিউজিল্যান্ডের ব্যাটসম্যান ফিন অ্যালেনের বদলি হিসেবে ম্যাট হেনরির নাম আগেই ঘোষণা করা হয়েছিল। এবার ঢাকায় পৌঁছেছেন এই পেসার।

আজ মঙ্গলবার দুপুরে হেনরি ঢাকায় এসে পৌঁছেছেন। তবে এই পেসারকে আপাতত ৭২ ঘণ্টা থাকতে হবে কোয়ারেন্টাইনে। এরপর দুই দফা করোনা পরীক্ষায় নেগেটিভ ফলাফল আসার পর দলের সঙ্গে যোগ দেবেন তিনি। নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টিড জানিয়েছেন, করোনার দুই ডোজ টিকাই পেয়েছেন হেনরি।

তবে আগামীকাল বুধবার থেকে শুরু হওয়া ৫ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে খেলা হচ্ছে না হেনরির। ৩ সেপ্টেম্বর দ্বিতীয় টি-টোয়েন্টির সময় হেনরির কোয়ারেন্টিন শেষ হবে। তবে অনুশীলন ছাড়া দ্বিতীয় ম্যাচে খেলতে নামার সম্ভাবনা কম। ফলে তৃতীয় ম্যাচ থেকে তাকে পেতে পারে কিউইরা।

সিরিজের বাকি তিন ম্যাচ মাঠে গড়াবে যথাক্রমে ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর। নিউজিল্যান্ডের সময়ের সঙ্গে মিল রেখে ম্যাচগুলো শুরু হবে বিকাল ৪টায়। সিরিজের একমাত্র ভেন্যু মিরপুরের শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়াম।

বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।