ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

টি-টোয়েন্টির সেরা পারফর্ম আমরা করতে পারিনি: পাপন

স্পের্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২১
টি-টোয়েন্টির সেরা পারফর্ম আমরা করতে পারিনি: পাপন ম্যাচ শেষে কথা বলছেন পাপন। ছবি: শোয়েব মিথুন

শেষ হওয়া নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ৩-২ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। তবে সিরিজের শেষ ম্যাচে হার নিয়ে মাঠ ছাড়তে হয় স্বাগতিকদের।

এনিয়ে টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ ঘরে তুলেছে বাংলাদেশ। জিম্বাবুয়ে সফরের পর ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও কিউই বধ করে টাইগাররা। তবে ঘরের মাঠে অজি ও নিউজিল্যান্ডের বিপক্ষে এমন স্লো পিচে বাংলাদেশ জিতলেও নিজেদের সেরাটা দিতে পারেনি। বিশেষ করে ব্যাটসম্যানরা নিজেদের মেলে ধরতে পারেননি।

ম্যাচ শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন সাংবাদিকদের সামনে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করেন। যেখানে তার কাছেই জানতে চাওয়া হয়, বাংলাদেশের পারফরম্যান্স কেমন হলো?

জবাবে পাপন বলেন, ‘আমরা শেষ তিনটা সিরিজ জিতেছি। এমন জয়ের ধারাবাহিকতা দরকার ছিল। তবে পরিকল্পনামাফিক টি-টোয়েন্টিতে যেভাবে পারফর্ম করা দরকার ছিল, সেটা হয়নি। ’

বাংলাদেশ সময়: ২১১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২১
এমএমএস  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।