ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিসিবি নির্বাচন: মনোনয়নপত্র সংগ্রহ করলেন পাপন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২১
বিসিবি নির্বাচন: মনোনয়নপত্র সংগ্রহ করলেন পাপন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন নাজমুল হাসান পাপন।  

শনিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে বিসিবি কার্যালয়ের গিয়ে নিজের মনোনয়নপত্র সংগ্রহ করেন বর্তমান বিসিবি প্রধান।

এর আগে গত আগস্টের শেষদিকে নাজমুল হাসান পাপন বিসিবি সভাপতির পদ ছাড়ার ইঙ্গিত দিয়েছিলেন। বিসিবির এজিএম (বার্ষিক সাধারণ সভা) শেষে তিনি বলেছিলেন, ‘হারলে হারটা আমি মেনে নিতে পারি না, এটা আমার একটা খারাপ দিক। বাংলাদেশ দল হারলে মেজাজ খারাপ হয়ে যায়। আমার বউ-বাচ্চা সামনে আসে না। এজন্য ডাক্তার আমাকে ক্রিকেট থেকে যত তাড়াতাড়ি সম্ভব দূরে যেতে বলেছে। ’

আবেগ-প্রবণতার কারণে ক্রিকেটের পেছনে অনেক সময় দিতে হয় জানিয়ে তিনি বলেন, ‘ক্রিকেট আমাদের এত বেশি সময় নিয়ে নিচ্ছে, আগে এর কোনও ধারণা আমার ছিল না। মাঝে ১ বছর কিন্তু আমি কিছুতে ছিলাম না, ভালোই ছিলাম। কিন্তু আবার যখন আগের মতো হলাম, দেখলাম এটা আমার অনেক সময় নিয়ে নিচ্ছে। ’

সেই ২০১২ সাল থেকে বোর্ডের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন পাপন। আগস্টে পদ ছাড়ার ইঙ্গিত দিলেও চলতি সেপ্টেম্বরের শুরুতে তিনি জানান, সবাই চাইলে আগামী বিসিবি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী হবেন এবং পদে থাকলে দায়িত্ব ভাগ করে নিতে চান।

বুধবার (০১ সেপ্টেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া সেন্টারে পাপন আগামী বোর্ড নির্বাচন ও নিজের থাকা নিয়ে কথা বলেন। পাপন বলেন, আমরা চাচ্ছি অক্টোবরে, মানে বিশ্বকাপ আছে সামনে। তার আগেই নির্বাচন শেষ করে নতুন বোর্ডের কাছে হস্তান্তরের চিন্তাও করা হচ্ছে। ’ 

তিনি আরও বলেন, ‘আমার সমস্যাটা হচ্ছে যে এখন সভাপতি হিসেবে কাজের লোডটা যে এত বেশি সেটা আমি চাচ্ছি না। আমি এটা এনজয় করি কিন্তু এই ফুল টাইমটা দেয়া সামনে প্রায় অসম্ভব। যদি সময় না দেই তবে বোর্ড ভুগবে সেটা আমি চাই না। এজন্য প্রেসিডেন্ট পদে বা পরিচালক পদেও নতুন কেউ যদি আসে তাহলে সেটা সহজ হবে। আমি সেটাই চেষ্টা করছি যে গতানুগতিক অবস্থা থেকে বের হতে। ’ 

‘আমি চিন্তা করছি নতুন কেউ এসে তো এত কাজ একসঙ্গে করতে পারবে না। তাই চিন্তা ভাবনা করছি এটা বোর্ডে থেকে কিভাবে আলাদা দায়িত্ব দেয়া যায় কিনা। একজন সভাপতি থেকে তার নেতৃত্বে বিভিন্ন বিষয়ে বিভিন্ন জন দায়িত্বে থাকতে পারে। এটা ওপেন তাই এটা আগে থেকে কারা আসবে তা বলা যাবে না। তবে সবাই যদি আমাকেই বলে থাকতে তবে আমার একটা প্রপোসাল থাকবে, দায়িত্ব ভাগ করতে হবে। ’

এর আগে সাবেক সভাপতি আ হ ম মোস্তফা কামাল পদ ছাড়লে বিসিবির ১৪তম সভাপতি হিসেবে দায়িত্ব নেন পাপন। এরপর আরও দুই বার তিনি বিসিবি সভাপতি পদে নির্বাচিত হন।

আগামী ৬ অক্টোবর হবে বিসিবি নির্বাচনের ভোটগ্রহণ। সকাল ১০টায় শুরু হয়ে শেষ হবে বিকেল ৫টায়। ভোট গণনা শেষে সেদিনই প্রাথমিক ফলাফল ঘোষণা করা হবে। এরপর চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে পরদিন, ৭ অক্টোবর।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।