ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

৩ অক্টোবর টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে উড়াল দেবে টাইগাররা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২১
৩ অক্টোবর টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে উড়াল দেবে টাইগাররা

জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে টানা তিন সিরিজ খেলার পর ছুটিতে ছিলেন জাতীয় দলের ক্রিকেটাররা। তাদের সেই ছুটি শেষ হয়েছে।

এখন মাঠে ফেরার পালা।  আগামী ৩ অক্টোবর টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে উড়াল দেবে টিম টাইগার।

বিশ্বকাপের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে আগামী ২ অক্টোবর মাহমুদউল্লাহ-মুশফিকদের করোনা পরীক্ষা করানো হবে। সেদিন পুরো দল ঢুকে যাবে হোম কোয়ারেন্টিনে। পরের দিন ৩ অক্টোবর দিনগত রাত ১টায় ওমানের রাজধানী মাসকটের উদ্দেশ্যে দেশ ছাড়বে টাইগাররা।

মাসকটে পৌঁছে ৪ অক্টোবর কোয়ারেন্টিনে থাকতে হবে বাংলাদেশ দলকে। পরদিন থেকে শুরু হয়ে ৮ তারিখ পর্যন্ত চলবে অনুশীলন। সেখান থেকে ৯ অক্টোবর দল যাত্রা করবে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে। আমিরাতে পৌঁছে কোয়ারেন্টিন শেষে ১১ অক্টোবর আরও একদিন অনুশীলন করার সুযোগ পাবে টাইগাররা।  

১২ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচ হবে আবুধাবি ক্রিকেট গ্রাউন্ডে। পরদিন অনুশীলন। ১৪ তারিখে আয়ারল্যান্ডের বিপক্ষে হবে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ। দুটি প্রস্তুতি ম্যাচ শেষ করে ১৫ অক্টোবর আসল মঞ্চে পা রাখতে ফের ওমানে রওনা হবেন মাহমুদউল্লাহরা। সেখানে ফের একদিন অনুশীলন করবেন তারা।

১৭ অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে টাইগারদের বিশ্বকাপ মিশন। বাছাইপর্বে টাইগারদের দ্বিতীয় ম্যাচ ১৯ অক্টোবর স্বাগতিক ওমানের বিপক্ষে। দুটি ম্যাচ শুর হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়। ২১ অক্টোবর দুপুর দুইটায় বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ পাপুয়া নিউগিনি। ম্যাচগুলো জিতলেই বাংলাদেশ বিশ্বকাপের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করবে।

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।