ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

ক্রিকেট

তাসকিনের অনুরোধে 'ক্লাস' নিলেন মাশরাফি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২১
তাসকিনের অনুরোধে 'ক্লাস' নিলেন মাশরাফি

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা পেসার মাশরাফি বিন মুর্তজা। দেশের অসংখ্য সাফল্যের নায়ক তিনি।

তাকে বল হাতে মাঠ মাতাতে দেখেই বহু তরুণ পেসার হওয়ার স্বপ্ন দেখতে শুরু করে। আনুষ্ঠানিকভাবে ক্রিকেটকে বিদায় না বললেও এখন আর মাঠে দেখা যায় এই ডানহাতি পেসারকে। তবে এবার তাকে দেখা গেল নতুন ভূমিকায়।  

আজ বৃহস্পতিবার তাসকিন আহমেদের অনুরোধে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হাজির হন মাশরাফি। এরপর তাসিকন ও সৌম্য সরকারদের ‘ক্লাস’ নেন দেশের সফলতম অধিনায়ক। একই সময় উপস্থিত ছিলেন টাইগারদের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

তাসকিন জানান, মাশরাফি তাকে বেশ কয়েকটি কৌশল শিখিয়েছেন, তবে বিশ্বকাপের আগে কেবল কাটার নিয়েই বিশেষভাবে কাজ করতে বলেছেন। হঠাৎ করে সবকিছু একসঙ্গে শিখতে গেলে সবকিছু গড়বড় হয়ে যেতে পারে বলেও তাসকিনকে সতর্ক করেছেন সাবেক অধিনায়ক।

এ ব্যাপারে তাসকিন বলেন, 'অনেকদিন ধরেই ভাইয়াকে (মাশরাফি) বলছিলাম একটু সময় দেওয়ার জন্য। আমার পেস, সুইং এগুলোই আল্লাহর রহমতে উন্নতি হচ্ছে, তবে স্লোয়ারে একটু পিছিয়ে আছি। স্লোয়ারে আরও উন্নতি করতে চাই। তাই ভাইয়াকে একটু সময় দিতে বলতাম। অন্যদের তুলনায় স্লোয়ারে একটু পিছিয়ে আমি, যেন উন্নতি হয় এইজন্যই ভাইয়া সময় দিলেন। ’ 
মাশরাফির কাছ থেকে কিছু গ্রিপ দেখে নিয়েছেন তাসকিন। বিশেষ করে কাটারের গ্রিপ নিয়ে কিছু কাজ করেছেন তারা। তাসকিন বলেন, ‘আজ উনি কিছু গ্রিপ দেখালেন। বললেন যে একেক জনের অ্যাকশন একেক রকম হয়, তবুও একটু চেষ্টা করে দেখতে। আমার কাছে খুবই ভালো লেগেছে কিছু কাটারের গ্রিপ। মূলত দুই-তিনটা গ্রিপ দেখিয়েছেন। আমারটা থেকে একটু ভিন্ন। ’ 

তিনি আরও বলেন, ‘মাশরাফি ভাই বললেন, এতকিছু তো হঠাৎ করে শেখা যাবে না। যেহেতু সামনে অনেক খেলা, আপাতত কাটার নিয়ে কাজ করতে বললেন। ভালো লাগলে এটা চালিয়ে যেতে বললেন। এটা যখন আয়ত্ত্বে আসবে, তারপরে আরেকটা করতে। একসঙ্গে এতকিছু শিখতে গেলে সমস্যা হতে পারে। তাই একটাতেই ফোকাস করতে বললেন। আশা করি, এগুলো নিয়ে কাজ করলে ভবিষ্যতে ভালো হবে। '

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।