করোনা ভাইরাস এখনও ব্যাপকভাবে বিস্তার করছে বিশ্বজুড়ে। যে কারণে খেলাধুলা মাঠে গড়ালেও মানতে হচ্ছে কোয়ারেন্টাইনের নিয়ম।
আইপিএলের এবারের আসরে পাঞ্জাব কিংসের হয়ে খেলা এ ব্যাটার নিজেই টুর্নামেন্টে না খেলার কারণ ব্যাখ্যা করেন। গেইলের দেয়া বক্তব্য তুলে ধরে এক বিবৃতিতে পাঞ্জাব জানায়, ‘গত কয়েক মাস ধরে আমি ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দল, সিপিএল ও আইপিএলে জৈব সুরক্ষা বলয়ের মধ্যে আছি। এখন নিজেকে মানসিকভাবে আমি সতেজ রাখতে চাই। টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজকে সাহায্য করার জন্য নতুন করে মনোযোগ দিতে চাই এবং দুবাইয়ে একটু বিশ্রাম নিতে চাই। ’
নিজেকে সময় দেয়ার জন্য দলকেও ধন্যবাদ দিতে ভূলেননি ইউনিভার্স বস। তিনি বলেন, ‘আমাকে ছেড়ে দেওয়ার জন্য পাঞ্জাব কিংসকে ধন্যবাদ জানাই। আমার শুভকামনা সবসময় দলের সঙ্গে থাকবে। সামনের ম্যাচগুলোর জন্য শুভকামনা। ’
আগামী ১৭ অক্টোবর ওমান ও আরব আমিরাতের মাটিতে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর। নিজ দেশের হয়ে খেলার আগে মানসিকভাবে সতেজ থাকতে দুবাইয়ে সময় কাটাবেন গেইল।
বাংলাদেশ সময়: ০৯৪১ ঘণ্টা, অক্টোবর ০১, ২০২১
আরইউ